বাদশাহ ও পরিষদের করুণ পরিণতি

কোন মন্তব্য নেই
এরপর ক্রমেই এ আগুন
বেড়ে যেতে থাকে। আগুনের লেলিহান
শিখা শহরে ছড়িয়ে পড়ে।
ফলে মুসলমানদের অগ্নিদগ্ধ
করে যারা তামাশা দেখছিল, বাদশার সেই
পরিষদ ও মন্ত্রীরাও
আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়।
অবস্থা বেগতিক দেখে বাদশাহ শহর
ছেড়ে পালিয়ে যায়। আগুন
থেকে আত্মরক্ষার জন্য পালিয়ে জীবন
বাঁচাতে গিয়ে সে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে।
এরপর সেই সমুদ্রেই তার সলিল
সমাধি ঘটে।
(মুসনাদে আহমাদ, মুসলিম, নাসায়ী,
তিরমিজী, ইবনে জারীর,
মুসনাদে ইবনে হুসাইদ, তাবারানী,
ইবনে কাসীর, কুরতুবী, মাযহারীসহ
বিভিন্ন হাদীস, তফসীর ও ইতিহাসের
কিতাব সমূহে হযরত ছুহাইব রূমীর
সূত্রে রাসূলে পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এ
ঘটনা বর্ণিত হয়েছে।)


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

Next Next post

কোন মন্তব্য নেই :