কুরআনের আলোকে আদর্শ যুবক

কোন মন্তব্য নেই
কুরআনের আলোকে আদর্শ যুবক
আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ
করেন-
ﺍﻧﻤﺎﻳﺆﻣﻦ ﺑﺎﻳﺘﻨﺎﺍﻟﺬﻳﻦ
ﺍﺫﺍﺫﻛﺮﻭﺑﻬﺎﺧﺮﻭ ﺳﺠﺪﺍ
ﻭﺳﺒﺤﻮﺍﺑﺤﻤﺪ ﺭﺑﻬﻢ ﻭﻫﻢ
ﻻﻳﺴﺘﻜﺒﺮﻭﻥ- ﺗﺘﺠﺎﻓﻲ ﺟﻨﻮﺑﻬﻢ
ﻋﻦ ﺍﻟﻤﻀﺎﺟﻊ ﻳﺪﻋﻮﻥ ﺭﺑﻬﻢ
ﺧﻮﻓﺎﻭﻃﻤﻌﺎﻭﻣﻤﺎﺭﺯﻗﻨﺎﻫﻢ
ﻳﻨﻔﻘﻮﻥ- ﻓﻼﺗﻌﻠﻢ ﻧﻔﺲ ﻣﺎ
ﺍﺧﻔﻲ ﻟﻬﻢ ﻣﻦ ﻗﺮﺓ ﺍﻋﻴﻦ ﺟﺰﺍﺀ
ﺑﻤﺎ ﻛﺎﻧﻮﺍﻳﻌﻤﻠﻮﻥ
অর্থাৎ কেবল তারাই আমার
আয়াতসমূহের প্রতি ঈমান আনে,
যারা আয়াতসমূহ দ্বারা উপদেশপ্রাপ্ত
হয়ে সিজদায়
লুটিয়ে পড়ে এবং অহংকারমুক্ত
হয়ে তাদের পালনকর্তার প্রশংসা-
পবিত্রতা বর্ণনা করে। তাদের
পার্শ্বদেশ শয্যা হতে পৃথক
রেখে তারা তাদের
পালনকর্তাকে ভয়ে ও আশায়
ডাকতে থাকে। আর আমি তাদের
যে রিযিক দিয়েছি তা থেকে খরচ করে।
কেউ জানেনা কি কি নয়ন প্রীতিকর
প্রতিদান তাদের জন্য লুকায়িত
রাখা হয়েছে, তাদের কৃতকর্মের
পুরুষ্কার স্বরূপ।
হাদীসের আলোকে আদর্শ যুবক
মুসলিম শরীফের হাদীসে হযরত আবু
হুরায়রা (রাঃ) এর সূত্রে বর্ণিত
হাদীসে কুদসীতে আল্লাহ পাক
বলেনঃ আমি আমার নেক বান্দাদের
জন্য যা প্রস্তুত রেখেছি তা কোন চোখ
দেখে নাই, কোন কান শুনে নাই
এবং কোন অন্তর অনুভব করে নাই।
এই হাদীসের সমর্থনে রাসূলে পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উপরোক্ত আয়াত তেলাওয়াত করেন।
অনুরূপ পুরস্কারের কথা তাওরাতেও
উল্লেখ রয়েছে বলে হযরত
মুগীরা ইবনে শুবা ও ইবনে মাসউদের
হাদীসে উল্লেখ আছে। ইবনে সারীন
বলেন, “আল্লাহপাকের দীদার লাভ
করাও উপরোক্ত প্রতিদানের
অন্তর্ভূক্ত।” হযরত হাসান
বসরী বলেন, “তারা রাতের
আঁধারে মানুষের অগোচরে আমল
করেছে। তাই আল্লাহ পাক অবর্ণনীয়
প্রতিদান তাদের জন্য
অগোচরে প্রস্তুত করে রেখেছেন।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

Next Post চার. প্রাসাদ নির্মাণে উদ্যত যুবক

কোন মন্তব্য নেই :