ক্ষমার আশা

কোন মন্তব্য নেই
ক্ষমা পাওয়ার আশায় গোনাহ
করা যুক্তিযুক্ত নয়, বরং এরূপ
ধারণা করাও এক প্রকার স্পর্ধা ও
মহাপাপ। তবে কৃত গোনাহের জন্য
অনুতপ্ত ও লজ্জিত
হওয়া এবং তওবা করাই হচ্ছে মুমিনের
করণীয়। তাই ক্ষমা প্রার্থনায়
দেরী করতে নেই। যে দেরী করে,
তাকে আল্লাহ পাক অপছন্দ করেন,
আর যে অনুতপ্ত
হয়ে অনতিবিলম্বে ক্ষমা প্রার্থনা করে
আল্লাহ পাক তাকে অত্যন্ত পছন্দ
করে থাকেন। হাদীস বিশারদগণ উল্লেখ
করেছেন, গোনাহ করে ক্ষমা প্রার্থনায়
বিলম্ব করা আরেকটি মহাপাপ। আর
গোনাহ
করে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করা,
আল্লাহর দরবারে দীনতা-
হীনতা প্রকাশ করা ও
নিজেকে অপরাধী হিসেবে পেশ
করা মুক্তির অন্যতম উপায়।
আল্লাহকে ভয় করা চাই। তবে তার
দয়া থেকে নিরাশ হতে নেই।
কেননা আল্লাহ ব্যতীত আর কোন
আশা-ভরসার স্থল নেই। বান্দার এরূপ
বিশ্বাস তার ক্ষমার পথ সুগম
করে এবং উন্নতির পথ সহজ ও
প্রশস্ত করে। এরূপ ভয় ও আশার
মাঝখানে ঈমান অবস্থান
করে বলে রাসূলে পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মত প্রকাশ
করেছেন। এই যুবকের
উপলব্ধি এবং বিশ্বাস তাকে লক্ষ্য
অর্জনে সহায়তা করেছে। ফলে আজ
সে অবিস্মরণীয় যুবক এবং যুবকদের
জন্য তার জীবনটি হয়েছে পাথেয়।
আল্লাহ পাক তাকে যথেষ্ট
প্রতিদানে ভূষিত করুন।


শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :