ঈমানী শক্তির ফলাফল - আল্লাহর সাহায্য

কোন মন্তব্য নেই
ঈমানী শক্তির ফলাফল
এই ভয় এবং আশা মানুষকে নেক
আমলের
প্রতি ব্রতী করে তোলে এবং অপরাধ
থেকে মুক্তির উপায় হয়।
অপরদিকে অপরাধ বর্জন এবং নেক
আমল অন্তরে নূরে ইলাহী প্রবেশের
কারণ হয়, যে নূর
মানুষকে ঈমানী শক্তিতে শক্তিশালী
করে তোলে। পবিত্র
কুরআনে বলা হয়েছে-
ﺍﻓﻤﻦ ﺷﺮﺡ ﺍﻟﻠﻪ ﺻﺪﺭﻩ ﻟﻼﺳﻼﻡ
ﻓﻬﻮ ﻋﻠﻲ ﻧﻮﺭ ﻣﻦ ﺭﺑﻪ
নূর অন্তরে প্রবিষ্ট হয় কিরূপে?
সাহাবী প্রশ্ন করলে এর উত্তরে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন-
ﻧﻮﺭ ﻳﻘﺬﻑ ﻓﻲ ﻗﻠﺐ ﺍﻟﻤﺆﻣﻦ
‘এই নূর মুমিনের অন্তরে নিক্ষেপ
করা হয়।’
এই নূর অর্জনের উপায় কি? সাহাবীর
এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন- ﺍﻟﺘﺠﺎﻓﻲ
ﻋﻦ ﺩﺍﺭ ﺍﻟﻐﺮﻭﺭ ﻭﺍﻻﻧﺎﺑﺔ ﺍﻟﻲ
ﺩﺍﺭﺍﻟﺨﻠﻮﺩ ﻭﺍﻻﺳﺘﻌﺪﺍﺩ ﻟﻠﻤﻮﺕ
ﻗﺒﻞ ﻧﺰﻭﻟﻪ
অর্থাৎ দুনিয়ার প্রতি বৈরাগ্য,
আখেরাতের প্রতি আকর্ষণ, মৃত্যুর
স্মরণ এবং প্রস্তুতি মানুষের জন্য
অন্তর্দৃষ্টি লাভের উপায়। এই
অন্তর্দৃষ্টি অদৃশ্য বিষয়সমূহের
প্রতি প্রত্যক্ষ বিশ্বাস লাভের উপায়
হয়। পাপাচারিতার ভয়াবহ পরিণাম ও
নেক কাজের উপকারিতা ও লাভ তার
সম্মুখে সুস্পষ্ট হয়ে ওঠে। এই
ঈমানী শক্তি ও অন্তর্দৃষ্টির
পরিণতির বর্ণনা সম্বলিত
আয়াতটি তেলাওয়াত
করে তাবেয়ী যুবকটি সংজ্ঞা হারায়
এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে।
এখান থেকেই যুবকের ঈমানী শক্তি ও
অন্তর্দৃষ্টির গভীরতার বিষয়টি আঁচ
করা যায়।
আল্লাহর সাহায্য
এরূপ লোকদের প্রতিই আল্লাহ পাকের
ক্ষমা, রহমত ও অনবরত সাহায্য
আসতে থাকে। হযরত ইউসুফ নবীকে এই
সুবাদেই আল্লাহ বুরহান দিয়ে সাহায্য
করেছিলেন। বুখারী শরীফের
হাদীসে অন্য এক যুবকের প্রতি অনুরূপ
সাহায্যের কথা উল্লেখ আছে।
তাবেয়ী এই যুবকের প্রতি আল্লাহ
পাকই সাহায্য করেছিলেন। আর সাহায্য
করেছিলেন বিধায় সে রক্ষা পেয়েছিল।
যারা অনুরূপ গুণের অধিকারী হয়,
তাদের প্রতি আল্লাহ পাকের সাহায্য
অব্যহত থাকে এবং ভবিষ্যতেও
থাকবে। আল্লাহ পাক যুবকদের
প্রতি ক্ষমা ও সাহায্যের হাত প্রশস্ত
রাখুন- এই আমাদের মুনাজাত কবুলের
মালিক তিনিই।
সমাপ্ত


Next post টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ার ভয়াবহতা

শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :