গোনাহের মজলিসে হাজিরী

কোন মন্তব্য নেই
মাসআলা
অনেকে বলে থাকেন যে, ফটো তোলার
সময় আমি অন্যদিকে ফিরে থাকি,
অথবা কাপড় মুড়িয়ে থাকি।
মনে রাখতে হবে যে, এটুকু
বাহানা করা মোটেই যথেষ্ট নয়।
শরীয়তের হুকুম হলো-
যে অনুষ্ঠানে গোনাহ হয়, সেখানে বসাই
জায়েয নেই। যদি পূর্ব
থেকে ফটো তোলার বিষয়টি জানা থাকে,
তাহলে সেই অনুষ্ঠানে শরীক হওয়াই
জায়েয নেই। অধিকন্তু ওলামা-
মাশায়েখদের জন্য আরো অধিক কঠোর
হওয়া জরুরী।
যিনি আলেমেরদকে দাওয়াত
করে আনেন, তিনি যদি মজলিসে গোনাহ
ও হারাম কাজে লিপ্ত হন, তাহলে সেই
মজলিস থেকেও আলেমদের ফেরত
চলে আসা জরুরী। এ ধরনের দাওয়াত ও
মজলিসে শরীক হওয়া ঠিক নয়। অতএব
যে মজলিসে ফটো উঠানো হয়,
কোনভাবে নিজেকে বাঁচাতে পারলেও
এরূপ মজলিসে শরীক হওয়ার গোনাহ
থেকে মোটেই রক্ষা পাওয়া যাবে না।
মাদরাসাসমূহ হচ্ছে সুন্নতের মারকায
এবং দুর্গ; কিন্তু অত্যন্ত দুঃখের
বিষয় যে, আজ সেখান থেকেই শরীয়ত ও
সুন্নতের খেলাফ কাজ প্রকাশ পাচ্ছে।
সীরাতের নামে মজলিস
করে সেখানে সীরাতের সাথে মূলত
ঠাট্টা করা হয় এবং আল্লাহর মাহবুব ও
সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম-এর প্রাণে কঠোর
আঘাত হানা হয়।


Post by Dawtul Haq.Blog eidtor_Syed Rubel.ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকেশেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :