দ্বীন-ধর্মের প্রতি অবহেলার পরিণাম
মাসআলাআমাদের দেশে বিভিন্ন মাদরাসা ও
সংস্থা থেকে মাসিক ধর্মীয় পত্র-
পত্রিকা প্রকাশ পাচ্ছে। ওলামা-
মাশায়েখগণ বিভিন্ন ধরনের ওয়াজ-
নসীহত ও ইসলাহী মজলিস করে থাকেন,
ফটোর ব্যাপারেও এসব ওয়ায়েজীন
ওলামা-মাশায়েখ ও পত্রিকার
সম্পাদকবৃন্দের বিশেষ
ভূমিকা থাকা প্রয়োজন।
মনে রাখতে হবে, বর্তমান যুগে এই
গোনাহের এতো অধিক ছড়াছড়ির
একটি বড় কারণ হচ্ছে, এ ব্যাপারে এক
শ্রেণীর ওলামা মাশায়েখদের দুর্বলতা,
উদাসীনতা ও নীরব ভূমিকা। গোনাহের
ছড়াছড়ি দেখে শক্তি অনুযায়ী ইসলাহের
চেষ্টা ও প্রতিবাদ না করা ‘মুদাহানাত’
তথা শরীয়তের
প্রতি উদাসীনতা প্রদর্শন করার
শামিল। পরিস্থিতি এমন
পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, অভিশপ্ত
ফটো এখন ক্লাব,
সিনেমা যাত্রা প্রভৃতি স্থান দখল
সম্পন্ন করে উলামা-মাশায়েখদের
ইসলাহী মজলিসে ওয়াজ নসীহতের
মাহফিলে অনুপ্রবেশ করেছে।
এমনকি দ্বীনী মারকায মাদরাসা,
মসজিদ, খানকাহ এবং ঈদগাহেও এই
গোনাহ অনায়াসে ঢুকে পড়েছে। দেশের
প্রসিদ্ধ মাদরাসাসমূহে মাহফিলের
বক্তাদের
ফটো তোলা হচ্ছে এবং অনুষ্ঠানে ভিডিও
করা হচ্ছে। অথচ সেখানে অসংখ্য
ওলামা-মাশায়েখ, বিভিন্ন মাদরাসার
মুহতামিম ও ছাত্ররাও উপস্থিত
রয়েছেন। কিন্তু কেউই এই পাপাচারের
প্রতিবাদ করার সাহস দেখায় না।
সাম্প্রতিককালে ঢাকায় অনুষ্ঠিত
ওলামা-মাশায়েখ ও শিক্ষক ছাত্রদের
এক বিরাট সমাবেশ ও
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রকাশ্যে ফটো
ধারণ ও ভিডিও রেকর্ডিংয়ের পাপ
করা হয়েছে। আর তা হয়েছে অত্যন্ত
আগ্রহ ও উদ্দীপনার সাথে। তখন
কারো পক্ষে এহেন হারাম কাজের
প্রতিবাদ করাও সম্ভব হয়নি। বড়ই
পরিতাপের বিষয়! বড়ই আশ্চর্যের
বিষয়!!
Post by Dawtul Haq.Blog eidtor_Syed Rubel.ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকেশেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন