ফটোর প্রচার-প্রসার
মাসআলাফটোর মত গোনাহ উপভোগের স্বাদ
আস্বাদনের জন্য বহু পথ খোলা রয়েছে।
কিন্তু কতিপয় অদূরদর্শী স্বার্থপর
লোকদের কারণে পবিত্র স্থান, মসজিদ,
মাদরাসা, ইসলামী সভা-সমিতি ও
ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি স্থানসমূহেও
এই অভিশাপ নেমে এসেছে এবং সেখান
থেকে অব্যাহতভবে এর আমলী প্রচার
চলছে। যদি এক শ্রেণীর ওলামাদের
নীরব ভূমিকা ও স্বার্থপরতার
কারণে এ অভিশাপ চালু
থাকে এবং পরিণামে তা যদি সর্ব
সাধারণের মাঝে ব্যাপকভাবে বিস্তার
লাভ করে, তাহলে হয়তো এমন এক সময়
আসতে পারে, যখন এই সমস্ত পবিত্র
স্থানসমূহে প্রকাশ্যে মদ্যপান
থেকে শুরু করে গান-বাদ্যসহ
সর্বপ্রকার গোনাহের আসর-
অনুষ্ঠানের প্রচেষ্টা কার্যকর
হয়ে উঠবে। পবিত্র হাদীসে বলা হয়েছে,
কিয়ামতের নিকটতম
সময়ে প্রকাশ্যে জনসমাবেশে যিনা শুরু
হবে। কেউ বাধা দেয়ার সাহস পাবে না।
তখন হয়তো বেশির চেয়ে বেশি এতটুকু
বলা হবে যে,
কাজটা আড়ালে গিয়ে করলে ভালো হতো।
শুধু এতটুকু সাহস করে যে বলবে,
সে হযরত আবু বকর রা. এর মত
মর্যাদাবান হবে। প্রথম প্রথম আমার
ধারণা ছিল, হয়তো এমন সময়
আসবে যখন হক কথা বলার
শক্তি থাকবে না। কিন্তু
অবস্থা পর্যবেক্ষণের পর
বুঝে আসে যে, হাদীসের অর্থ
হলো শক্তি এবং ক্ষমতা থাকা সত্ত্বেও
প্রতিবাদ করা হবে না, হীন স্বার্থ
চরিতার্থ করার জন্য চুপশাহের
ভূমিকা পালন করা হবে। এখন এই
অবস্থাই দেখা যাচ্ছে। আমাদের
দেশে এখনো কোথাও এমন পরিবেশ
হয়নি, যেখানে গোনাহের প্রতিবাদ
করা যায় না। ফটোর ব্যাপারে এক
শ্রেণীর মুহাদ্দিস, মুফাসসির ও আলেম-
ওলামাদের আত্মবিলাসিতা ও
নীরবতা সাধারণ মানুষের জন্য চরম
উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আলেমদের এসব কর্মকাণ্ড
দেখে তারা হতবাক। এই শ্রেণীর
আলেমদের এমন নীরব ভূমিকার
কারণে আজ অধিকাংশ মুসলিম
জনসাধারণ ফটোর মত একটি মারাত্মক
কবীরা গোনাহকে (যে গোনাহটি শিরকের
সূত্রপাত ঘটায়) গোনাহই মনে করে না।
যাদের মনে ফটো তোলা কিঞ্চিত গোনাহ
বলে ধারণা ছিলো, এই শ্রেণীর
আলেমদের উদাসীনতার কারণে গোনাহের
ঐ অনুভূতিটুকুও আজ খতম
হয়ে যাচ্ছে।
Post by Dawtul Haq.
Blog eiditor_Syed Rubel.
ইহুদী,খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকে
শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন