ওলামাদের প্রতি কঠোর সতর্কবাণী

কোন মন্তব্য নেই
মাসআলা
যে সমস্ত আলেমগণ ফটো তোলেন
অথবা এই মহাপাপটিকে দেখেও নীরব
ভূমিকা পালন করেন
তাদেরকে একটি হাদীসের
প্রতি দৃষ্টি দানের দাওয়াত দিচ্ছি।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা.-
এর সূত্রে রাসূলে পাক সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
ﻟﻤﺎ ﻭﻗﻌﺖ ﺑﻨﻮﺍ ﺍﺳﺮﺍﺋﯿﻞ ﻓﯽ
ﺍﻟﻤﻌﺎﺻﯽ ﻧﮩﺘﮩﻢ ﻋﻠﻤﺎﺋﮩﻢ ﻓﻠﻢ
ﯾﻨﺘﮩﻮﺍ ﻓﺠﺎﻟﺴﻮﮨﻢ .... ﺍﻟﺦ অর্থাৎ
যখন বনী ইসরাঈলের
লোকেরা গোনাহে লিপ্ত হয়, তখন
তাদের ওলামাগণ তাদেরকে নিষেধ করে,
কিন্তু এতে তারা বিরত হয়নি।
পরবর্তী সময়ে তাদের ওলামাগণ ঐ
গোনাহগারদের সভা-সমাবেশে যাতায়াত
ও উঠা-বসা শুরু করে, তাদের
সাথে মিলে-মিশে পানাহার করে।
পরিণামে আল্লাহপাক তাদের সকলের
অন্তর (থেকে ঈমানের নূর দূরীভূত
করে) সমান করে দেন। অতঃপর হযরত
দাউদ আ. ও হযরত ঈসা আ. এর ভাষায়
তাদেরকে ‘মালউন’ অভিশপ্ত অভিহিত
করেন। কেননা তারা সকলেই গোনাহগার
হয়েছিল এবং সীমালংঘন করেছিল।
হযরত ইবনে মাসউদ বলেন, এই
ঘটনা বলার সময় রাসূলে পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান
দিয়ে বসা ছিলেন। অতঃপর
সোজা হয়ে বসে কঠোর স্বরে ইরশাদ
করেন, ঐ সত্তার কসম! যার মুঠোয়
আমার আত্মা, তোমরা মোটেই অপারগ
বলে গণ্য হবে না এবং আল্লাহর কঠোর
আযাব থেকে রক্ষা পেতে পারো না,
যতক্ষণ তোমরা ঐ সমস্ত
পাপাচারীদেরকে সর্বশক্তি প্রয়োগ
করে যে কোন উপায়ে বিরত না কর।
অন্য এক রেওয়ায়েতে ইরশাদ করেন,
বনী ইসরাঈলের ওলামাদের মত
তোমাদের জন্য নীরব ভূমিকা পালনের
মোটেই অনুমতি নেই। বরং সর্বাবস্থায়
অবশ্যই তোমাদেরকে ভালো কাজের
নির্দেশ দিতেই হবে এবং মন্দ কাজ
থেকে বিরত রাখতেই হবে। অত্যাচারীর
হাতকে অবশ্যই স্তব্ধ করতে হবে।
হকের প্রয়োজনেই তাদেরকে রুখতে হবে;
যে কোনভাবে তাদেরকে হকের উপর
সুদৃঢ় রাখতে হবে। অন্যথায়
বনী ইসরাঈলের ন্যায় আল্লাহপাক
তোমাদের অন্তর থেকেও ঈমানের নূর
ছিন্ন করে ওদের সমপর্যায়ভুক্ত
করে দিবেন। অতঃপর বনী ইসরাঈলের
মত তোমাদের প্রতি অভিশাপ ও লানত
বর্ষিত হবে। উপদেশ ও শিক্ষা গ্রহণের
জন্য এই একটি হাদীসই যথেষ্ট। আর
যাদের সংশোধন ও শিক্ষা গ্রহণের
ইচ্ছা নেই, তাদেরকে শত শত হাদীস
শোনালেও কোন লাভ হবে না। এ জাতীয়
লোকদের সম্পর্কে আল্লাহপাক ইরশাদ
করেন- ﻓﻤﺎ ﺗﻐﻨﯽ ﺍﻻﯾﺎﺕ ﻭﺍﻟﻨﺬﺭ


Post by Dawtul Haq.Blog eidtor_Syed Rubel.ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকেশেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :