মহিলা সাহাবীয়া [রাযি]দের দ্বীনী এলেম শিখার প্রতি আগ্রহ

কোন মন্তব্য নেই
আবু সাঈদ খুদরী [রাযি] বলেন, নারীগণ
নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে বলিল,
পুরুষেরা আপনার
বিষয়ে আমাদিগকে পিছনে ফেলিয়াছে।
সুতরাং আপনি আমাদের জন্য আপনার
পক্ষ হইতে একটি দিন নির্ধারণ করুন।
তখন তিনি তাহাদের জন্য একটি দিন
নির্ধারণ করিলেন এবং ওই দিন তাহাদের
সহিত সাক্ষাত করিলেন। অনন্তর
তাহাদিগকে উপদেশ দিলেন এবং আদেশ
দিলেন। তিনি তাহাদিগকে যাহা কিছু
বলিলেন, তন্মধ্যে একটি কথা এই,
তোমাদের যে কোন মহিলা, তিনটি সন্তান
অগ্রবর্তী করিবে, তাহা তাহার জন্য
জাহান্নাম হইতে আড়াল হইবে।
জনৈকা স্ত্রীলোক প্রশ্ন করিল, দুইটি?
তিনি বলিলেন? দুইটিও। {বুখারী,
কিতাবুল ইলম, হাদীস-১০১}
"সাহাবী" শব্দের স্ত্রী লিংগ হল
"সাহাবীয়া"

ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন
Next post "পর্দার বিধান হাদীস শরীফে ..♥...
ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :