নবী [সা] এর খেদমতে নারীর জিজ্ঞাসা-০১
হযরত আয়েশা [রাযি] বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর
সামনে "দব" (মরুভূমির গিরগিটি জাতীয়
একটি প্রাণী) রান্না করে পেশ করা হল।
তিনি তা খেলেন না,
কাউকে খেতে নিষেধও করলেন না। তখন
আমি জিজ্ঞাসা করলাম,
ইয়া রাসূলাল্লাহ!
আমরা কি তা মিসকীনদেরকে খাওয়াতে পারি?
উত্তরে তিনি বললেন- ﻻ ﺗﻄﻌﻤﻮﻫﻢ
ﻣﻤﺎ ﻻ ﺗﺄﻛﻠﻮﻥ
তোমরা নিজেরা যা খাও
না তা গরীবদেরকে খাওয়াবে না।
{মুসনাদে আহমদ, হাদীস-২৪৬১৭}
••• আমরা অনেকেই
নিজেরা যা খেতে পারি না, যেই খাবার
বাসি হয়ে যায়, যেই খাবার খেতে মন চায়
না তাই গরীবদেরকে দান করি, এমন
না হওয়া উচিত, কারণ আল্লাহর
সন্তুষ্টির জন্য যখন দান করছি তখন
নিজের পছন্দনীয় জিনিস দান
করা উচিত।
ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন
Next post "মহিলা সাহাবীয়া [রাযি]দের দ্বীনী এলেম শিখার প্রতি আগ্রহ
ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন