ফটো চিত্রের অপকারিতা

কোন মন্তব্য নেই
মাসআলা
১. একথা বলা হয় যে, ফটোর
সাহায্যে ধর্মীয় খবরাখবর ও বিভিন্ন
বিষয়াদি বিশ্বাস্য আকারে জানার
সুযোগ হয়। কিন্তু এটা কেউ
ভাবে না যে, এর দ্বারা ধর্মহীনতা,
মিথ্যাচার, গান-বাদ্য ও ভিত্তিহীন
প্রোপাগাণ্ডাকে সমগ্র
বিশ্বে বিশ্বাস্য করে তোলা হয়।
নগ্নতার প্রচার-প্রসার হয়
এবং শ্রোতা ও দর্শকগণ এ
কারণে চরম দৈহিক ও আত্মিক ক্ষতির
সম্মুখীন হয়। ২.
আরো বলা হয়ে থাকে যে, ফটো-চিত্রের
দ্বারা ধর্মীয় ও জাতীয় ব্যক্তিত্বের
প্রভাব প্রসারিত হয় এবং গুরুত্ব
বৃদ্ধি পায়। মানুষের মধ্যে ঐক্যের
অনুভূতি জাগ্রত হয়। কিন্তু সংবাদ
পাঠক-পাঠিকা ও নায়ক-নাায়িকাদের
নির্লজ্জ ও মানবতা বিবর্জিত
উলঙ্গ-অর্ধোলঙ্গ ফটো-চিত্র
প্রদর্শনী ও প্রচারের মাধ্যমে কেবল
ধর্মীয় নয়, মানব চরিত্রের কতটুকু
অধঃপতন সাধিত হচ্ছে,
সেদিকে চিন্তা বাবনার সুযোগ হয় না।
মোটকতা ফটো চিত্রের প্রচার ও
প্রদর্শনীর দ্বারা যদি কোন উপকার
মনে হয়, তাহলে তার তুলনায় লক্ষ গুণ
অধিক সমাজিক অধঃপতন,
ব্যক্তি চরিত্রের অবক্ষয়
এবং দুনিয়া ও আখেরাতের ধ্বংস সাধিত
হয়। এই ক্ষতি ও ধ্বংস এতই বাস্তব
যে, কারো অস্বীকার করার উপায় নেই।
সিনেমা, থিয়েটার, টিভি, ভিসিআর, ও
ডিশএন্টিনার ভয়াবহ
তাণ্ডবে আক্রান্ত হয়ে আজ মানব
জাতি চারিত্রিক অধপতনের
চরমে পৌঁছেছে। আজ নষ্ট যুবকদের
যৌন উন্মাদনা থেকে মা, বোন,
স্ত্রী বধুদের সম্ভ্রমও
রক্ষা পাচ্ছে না। এরপরও যারা লাভের
স্বপ্নপুরীতে বসবাস করে ফটো-
চিত্রের পক্ষে কথা বলে, তাদের
চিন্তা-চেতনার সাথে কোন সুস্থ
লোকের পক্ষে ঐকমত্য পোষণ
করা সম্ভব নয়।


Post by Dawtul Haq.

Blog eiditor_Syed Rubel.

ইহুদী, খৃষ্টান, হিন্দু ,বৌদ্ধ, নাস্তিক ও দেশের নারীবাদীদের ইসলামের বিরুদ্ধে করা সকল অপপ্রচারের দাঁত ভাঙ্গাঁ জবাব দেখুন এই পোস্ট টি থেকেশেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :