বিভিন্ন সময়ের দো‘আ সমূহ:
(ক) মঙ্গলজনক কিছু দেখলে বা শুনলে ,ﺍَﻟْﺤَﻤْﺪُ ِﻟﻠﻪِ ‘আলহামদুলিল্লা-হ’
(খ) পসন্দনীয় কিছু
দেখলে বা শুনলে , ﺍَﻟْﺤَﻤْﺪُ ِﻟﻠﻪِ ﺍﻟَّﺬِﻱْ
ﺑِﻨِﻌْﻤَﺘِﻪِ ﺗَﺘِﻢُّ ﺍﻟﺼَّﺎﻟِﺤَﺎﺕُ
‘আলহামদুলিল্লা-
হিল্লাযী বিনি‘মাতিহি তাতিম্মুছ ছা-
লিহা-ত’ (সকল প্রশংসা আল্লাহর জন্য
যার অনুগ্রহে সকল শুভ কাজ সম্পন্ন
হয়ে থাকে)।
(গ) অপসন্দনীয় কিছু
দেখলে বা শুনলে বলবে, ﺍَﻟْﺤَﻤْﺪُ ﻟﻠﻪِ
ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺣَﺎﻝٍ ‘আলহামদুলিল্লা-
হি ‘আলা কুল্লে হা-ল’ (সর্বাবস্থায়
আল্লাহর জন্যই সকল প্রশংসা)।
ইবনু মাজাহ হা/৩৮০৩, ‘শিষ্টাচার’
অধ্যায়-৩৩, অনুচ্ছেদ-৫৫; হাকেম,
সিলসিলা ছহীহাহ হা/২৬৫।
(ঘ) বিস্ময়কর কিছু দেখলে বা শুনলে ,
ﺳُﺒْﺤَﺎﻥَ ﺍﻟﻠﻪِ ‘সুবহা-নাল্লা-
হ’ (মহাপবিত্র তুমি হে আল্লাহ!)।
অথবা , ﺍَﻟﻠﻪُ ﺃَﻛْﺒَﺮُ ‘আল্লা-হু
আকবার’ (আল্লাহ সবার চেয়ে বড়)।
বুখারী হা/৬২১৮-১৯, ‘শিষ্টাচার’
অধ্যায়-৭৮, ১২১ অনুচ্ছেদ; ঐ,
হা/৪৭৪১, ‘তাফসীর’ অধ্যায়
সূরা হজ্জ (২২), অনুচ্ছেদ-১।
(ঙ) ভয়ের কারণ ঘটলে , ﻵ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠﻪُ
‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’ (আল্লাহ
ব্যতীত কোন উপাস্য নেই)।
বুখারী হা/৩৫৯৮, ‘মর্যাদা সমূহ’
অধ্যায়-৬১, ‘নবুঅতের আলামত সমূহ’
অনুচ্ছেদ-২৫।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন যে, ﺳُﺒْﺤَﺎﻥَ
ﺍﻟﻠﻪِ ﻭَﺍﻟْﺤَﻤْﺪُ ِﻟﻠﻪِ ‘সুবহা-নাল্লা-
হি ওয়ালহামদুলিল্লা-হ’ এ দু’টি বাক্য
আসমান ও যমীনের মধ্যের
ফাঁকা স্থানকে ছওয়াবে পূর্ণ করে দেয়।
ﺍَﻟْﺤَﻤْﺪُ ِِﻟﻠﻪِ ‘আলহামদুলিল্লা-হ’
মীযানের পাল্লাকে ছওয়াবে পরিপূর্ণ
করে দেয়।
মুসলিম, মিশকাত হা/২৮১, ‘পবিত্রতা’
অধ্যায়-৩, পরিচ্ছেদ-১।
নিজেরা বেশি বেশি এইসকল দুআর আমল
করি এবং অন্যকে শেয়ার করে দুআ
প্রচার করি ইনশাআল্লাহ!
শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন