নয় আর ঘরের কোণে *তাসলিমা নাসরিন ।

কোন মন্তব্য নেই
নারীর
পদযাত্রা ক্রমে ধীরগতি হয়ে আসে
হাজার মাইল দীর্ঘবাঁধা চোখের
কোণে ভাসে
তবু নারী এগিয়ে যাও
পুরুষের শিয়র থেকে অসীমে হারাও।
তোমাকে আজ দাঁড়াতে হবে,
পুরুষতন্ত্র মাড়াতে হবে
হাজার বছরের শিংকল
ছেড়ে পা দু'টো বাড়াতে হবে।
প্রেতাত্নার ন্যায় পুরুষের
বক্ষতলে নয়
মানুষ হিসেবে মাথা উঁচু করতে হয়।
তুমি লজ্জার আবরণে আর কতকাল-
গৃহকোণের নারী ধর যুগের হাল।
অন্ধকার কোণ থেকে আর নয়
আর্তচিৎকার
তোমার ইজ্জত নয় হারাবার।

শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :