পানিশূন্যতা দূর করে ডাবের পানি

কোন মন্তব্য নেই
সূর্যের উত্তাপ বেড়েই চলেছে।
ক্লান্তি আর অতিরিক্ত ঘামের জন্য
মানুষের শরীর থেকে বের হয়ে যায়
প্রয়োজনীয় লবণ। পরিণামে শরীর
হয়ে পড়ছে দুর্বল, দেহে পানি ও ক্ষারের
সাম্যাবস্থা ভেঙে যাচ্ছে।
নিম্নরক্তচাপ বা লো ব্লাড প্রেসার
তৈরি হচ্ছে। মানুষ হারাচ্ছে কাজ করার
উদ্দীপনা। শরীরের এই পানিশূন্যতা দূর
করার জন্য পান করতে হবে প্রচুর
পরিমাণে পানি, ফলের রস, তরল খাবার
বা ডাবের পানি। এই গরমে ডাবের
পানি আপনাকে দেবে কাজ করার দ্বিগুণ
শক্তি। কারণ, এতে রয়েছে বহুবিধ
ঔষধিগুণ। ডাবের পানি ডায়রিয়ার
রোগীদের জন্য গুরুত্বপূর্ণ
একটি পথ্য। অতিরিক্ত গরমে শরীরের
তাপমাত্রা বেড়ে যায়। এ
ফলটি বৃদ্ধি পাওয়া এই
তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে।
চর্বিহীন এই পানীয় শরীরের ক্ষতিকর
কোলেস্টেরল কমিয়ে খারাপ
কোলস্টেরলের (এইচডিএল, যা শরীরের
জন্য উপকারী) পরিমাণ বাড়িয়ে দেয়।
জলবসন্ত, গুটিবসন্ত, হাম হওয়ার
সময় র্যাশগুলো ডাবের
পানিতে পরিষ্কার করলে দ্রুত
রোগজীবাণু মরে। ডাবের পানির আয়রন
রক্ত তৈরি করতে সাহায্য করে। তাই
গর্ভবতী মা, বাড়ন্ত শিশু,
অ্যাথলেটদের জন্য এই ফল যথেষ্ট
উপকারী। এই ফলে রয়েছে অ্যান্টি-
এজিং ফ্যাক্টর, যা মানুষের
বার্ধক্যকে ঠেলে দেয় দূরে।
ফারহানা মোবিন



সূত্রঃ বাংলা হেলথ ।শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :