ছ্যাঁকা কাব্য

কোন মন্তব্য নেই
প্রেম করেছিলাম দুজনেই
কিন্তু ছ্যাকা খেয়েছি একা
গতকাল রাতে ফোনে বলেছে
দেবেনা আর দেখা।
আমার প্রেম নাকি খুবই সস্তা
তারটা ব্যাপক দামী
নতুন একটা খুঁজে পেয়েছে
তাকেই বানাবে স্বামী।
মাসের শেষে টিউশনির টাকায়
চাইনিজ খাওয়াতে হত
সপ্তাহ শেষে চিকেন কাবাব
ওয়েস্টার্ণ গ্রিলে খেত।
কল করতাম শুধুই আমি
দিতে হত ম্যাসেজ
শুক্রবারে লিখে দিতাম
অ্যাসাইনমেন্টের প্যাসেজ ।
রোজ সকালে ক্লাসের আগে
দিতাম ফ্লেক্সিলোড
ফেসবুকেতে নতুন করে তাই
লিখল প্রেমের কোড।
বান্ধবীদের খাওয়াতে তুমি
দিতাম আমি বিল
হলে ফিরে দেখতাম আমি
পকেট আমার নীল।
কোন ছেলে কল দিলে
বন্ধু হত তোমার
দেখাও করতে চুপি চুপি
মানা ছিল না আমার।
অন্য কোন মেয়ের সাথে
দিতেনা বলতে কথা
কাউকেই তখন পারিনি বোঝাতে
আমার মনের ব্যাথা।
জন্মদিনের আগের রাতে
দিতে গিফটের লিস্ট
ভাইবোন তোমার সবাইকে
খাওয়াতে হবে ফিস্ট।
ঈদের আগে আমার টাকায়
কিনতে তুমি ড্রেস
না চাইলেও দিতাম তা
প্রেম রাখতে ফ্রেস।
আজ আমি বেকার মানুষ
পকেটটাও ফাঁকা
মন ভরেছে,শান্তিতে আছি
খেয়ে প্রেমের ছ্যাঁকা ।
ইচ্ছে হলে লাইক দিয়েন আর কি ।
সংগৃহীত

কোন মন্তব্য নেই :