অস্ট্রেলিয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ইসলাম

কোন মন্তব্য নেই
প্রবন্ধটি পড়া হলে, শেয়ার
করতে ভুলবেন না
অস্ট্রেলিয়ায়
ধর্মবিশ্বাসীর সংখ্যা ব্যাপক
হারে কমলেও অন্যান্য ধর্মের
তুলনায় ইসলাম সবচেয়ে ব্যাপক
হারে ছড়িয়ে পড়ছে বলে এক জরিপ
থেকে জানা গেছে। দেশটির
আদমশুমারিতে দেখা গেছে, ২০০৬
সালের আদমশুমারির পর
থেকে সেখানে মুসলমানের
সংখ্যা শতকরা ৪০ ভাগ বেড়েছে।
অন্যদিকে খ্রিস্টান ধর্মের অনুসারীর
সংখ্যা ১৯৭৬ সালের পর থেকে গত
৩৫ বছরে কমে শতকরা ৬১
ভাগে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়ায় ১৯৭৬
সালে মুসলমানের সংখ্যা ছিল মাত্র
৪৪ হাজার ৭১ জন। কিন্তু এখন
দেশটিতে মুসলমানের সংখ্যা ৪ লাখ
৭৬ হাজার ২৯১ জন। অর্থাত্
তখন থেকে এ পর্যন্ত
দেশটিতে মুসলমানের সংখ্যা দশগুণ
বেড়েছে। মুসলমানরা এখন
অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার
শতকরা ২ দশমিক ২ ভাগ। গত ৫
বছরে তাদের
সংখ্যা বেড়েছে শতকরা ৪০ ভাগ।
অমুসলিমদের মধ্যে ধর্মবিশ্বাসীর
সংখ্যা কমছে।
২০০৬ সালের পর
থেকে কোনো ধর্মে বিশ্বাসী নন এমন
নাগরিকের
সংখ্যা বেড়েছে শতকরা ২৯ ভাগ।
২০০৬ সালে অস্ট্রেলিয়ার
শতকরা ১৮ ভাগ নাগরিক (৩৭
লাখ) বলেছিলেন,
তারা কোনো ধর্মে বিশ্বাস করেন না।
আসলে বহু বছর ধরে অস্ট্রেলিয়ায়
ধর্মবিশ্বাসীর সংখ্যা কমে আসছে।
কমে আসছে খ্রিস্টানের সংখ্যাও।
১৯১১ সালে দেশটির শতকরা ৯৬
ভাগ নাগরিক ছিলেন খ্রিস্টান।
১৯৭৬ সালে এ হার ছিল
শতকরা ৮৯ ভাগ। ৩৫ বছর পর
এখন দেশটিতে এ হার ৬১ শতাংশ।
সূত্রঃ আমার দেশ , আল-জাজিরা

শেয়ার করে আপনার বন্ধুদের কে জানার সুযোগ দিন ।আপনি জেনেছেন হয়তো সে জানেনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :