এরা এমন সব লোক যারা নিজেদের রবের নিদর্শনাবলী মেনে নিতে অস্বীকার করেছে

কোন মন্তব্য নেই
"এরা এমন সব লোক যারা নিজেদের
রবের
নিদর্শনাবলী মেনে নিতে অস্বীকার
করেছে এবং তাঁর সামনে হাযির হবার
ব্যাপারটি বিশ্বাস করেনি। তাই তাদের
সমস্ত কর্ম নষ্ট হয়ে গেছে, কিয়ামতের
দিন তাদেরকে কোন গুরুত্ব দেবো না।"
(সুরা কাহফঃ ১০৫)
অর্থাৎ এ ধরনের লোকেরা দুনিয়ায় যতই
বড় বড় কৃতিত্ব দেখাক না কেন,
দুনিয়া শেষ হবার সাথে সাথে সেগুলোও
শেষ হয়ে যাবে। নিজেদের সুরম্য
অট্টালিকা ও প্রাসাদ, নিজেদের
বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় ও সুবিশাল
লাইব্রেরী, নিজেদের সুবিস্তৃত রাজপথ ও
রেলগাড়ী, নিজেদের আবিষ্কার ও
উদ্ভাবনসমূহ, নিজেদের শিল্প ও
কলকারখানা, নিজেদের জ্ঞান-বিজ্ঞান
ও আর্ট গ্যালারী এবং আরো অন্যান্য
যেসব জিনিস নিয়ে তারা গর্ভ করে তার
মধ্য থেকে কোন জিনিসও
তারা আল্লাহর তুলাদণ্ডে ওজন করার
জন্য নিজেদের সাথে নিয়ে আল্লাহর
দরবারে হাযির হতে পারবে না।
সেখানে থাকবে শুধুমাত্র কর্মের
উদ্দেশ্য এবং তার ফলাফল।
যদি কারোর সমস্ত কাজের উদ্দেশ্য
দুনিয়ার জীবন পর্যন্তই সীমাবদ্ধ
থেকে থাকে,ফলাফলও সে দুনিয়াতেই
চেয়ে থাকে এবং দুনিয়ায় নিজের কাজের
ফল দেখেও থাকে, তাহলে তার সমস্ত
কার্যকলাপ এ ধ্বংসশীল দুনিয়ার সাথেই
ধ্বংস হয়ে গেছে। আখেরাতে যা পেশ
করে সে কিছু ওজন পেতে পারে,
তা অবশ্যি এমন কোন কর্মকাণ্ড
হতে হবে,
যা সে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য
করেছে, তাঁর হুকুম মোতাবেক
করেছে এবং যেসব ফলাফল
আখেরাতে প্রকাশিত হয়
সেগুলোকে উদ্দেশ্য হিসেবে গ্রহণ
করে করেছে। এ ধরনের কোন কাজ
যদি তার হিসেবেরখাতায়
না থাকে তাহলে দুনিয়ায় সে যা করেছিল
সবই নিঃসন্দেহে বৃথা যাবে।





Post by Nazmon nahar

কোন মন্তব্য নেই :