আগুন জ্বালানো হাসির জোকস। না পড়লে বুঝবেন না। No 3

কোন মন্তব্য নেই
জল কণা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জলজ স্বপ্নে আঁকা।
জল কণা উড়ে যায়
পথ ভুলে দূরে যায়
জল ছবি পাবে পাখা
আশার মেঘের কোলে
বৃষ্টি স্বাধীন হলে
চিরচেনা বরষায়;
সহজাত কৌশলে
ভিজে আমার এই দেহ
ভেসে যাক সন্দেহ
স্বপ্ন যে আনমনেও
জলের অতলে
জলের অতলে।।।
সুমধুর এই গানটি শুনতে শুনতে সবাই ঘুমিয়ে পড়ুন। :)


শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।

কোন মন্তব্য নেই :