আগুন জ্বালানো হাসির জোকস। না পড়লে বুঝবেন না। No 2
-নাম কি তোমার?- আলী। আফনার??
- আলী। ইলিয়াস আলী। তোমার পুরো নাম কি?
- বদর আলী।
- দুনিয়ায় কি করতে?
- গাড়ি চালাইতাম। আফনে?
- রাজনীতি। মারা গেলে কিভাবে?
- বাসে আগুন দিসিল। পুইড়া মরছি। আফনে কেমনে মরলেন?
- আমাকে 'গুম' করা হয়েছে। তোমাকে পুড়িয়ে মারল কেন?
- বাসে ঘুমাইতেছিলাম। হের লাইগামনে হয়।
- বাসে ঘুমানো খুব খারাপ। জানোতোআমার জন্য কালকে সারা দেশে হরতাল।
- খাইছে। স্যার আফনেতো দেখি বিআইপি।
- তা বলতে পার। তোমার জন্য কিছু হবে নাকি কাল? বিক্ষোভ-টিক্ষোভ ?
- আমার মায় কাঁনবো। ছোটবইনটার বিয়াডা হইবোনা মনে হয়। এইবারের পোলাডা ভালো ছিল।
শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন