এইডস সম্পর্কে জানুন এবং প্রতিরোধ করুন ডা. গৌতম কুমার দাস part 5
ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার ব্যাপারে ভূমিকা পালন করুন এবং তাদের প্রতি অযথা অপবাদ দূর করুন। বৈষম্যমূলক আচরণ থেকে বিরত থাকুন।কিছু প্রশ্নোত্তর
১. এইডস কি নিরাময়যোগ্য?
উ. আজ অবধি এইডস নিরাময়েরকোনো ওষুধ আবিষকৃত হয়নি। তবে এইডস আক্রান্তদের জন্য অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ব্যবহার করা হয়। এতে করে আক্রান্ত ব্যক্তির রোগের লক্ষণসমূহের প্রকাশ বিলম্বিত হয় এবং এইডস রোগের সাথে সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলো সাময়িকভাবে প্রশমিত হয়। এসব চিকিৎসা অতি ব্যয়বহুল বিধায় আমাদের মতো দেশে এর প্রয়োজনীয় জোগান ও ব্যবহার সহজ নয়। আফ্রিকায় প্রতি ১০ জনে ১ জন এবং এশিয়ায় প্রতি ৭ জনে ১ জন এইচআইভি বা এইডসআক্রান্ত ব্যক্তিকে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি জোগান দেয়া সম্ভব হয়েছে। এইডসের সর্বোত্তমসমাধান হচ্ছে প্রতিবোধ করা।
২. মশা কি মানুষের শরীরে এইচআইভি ছড়াতে পারে?
উ. পারে না। গবেষণা করে দেখা গেছে যে মশার শরীরে এইচআইভি জীবাণু বাঁচে না। তা ছাড়া এটি একটি নিরেট সত্য যে মশা মানুষের শরীর থেকে রক্ত গ্রহণ করতে পারে কিন্তু প্রবেশ করাতে পারে না।
৩. চুম্বনের মাধ্যমে কি এইচআইভি ছড়াতে পারে?
উ. সাধারণ চুম্বনের মাধ্যমে এইচআইভি ভাইরাস ছড়াতে পারে না। যদিও আক্রান্ত মানুষের মুখের লালায় কিছু এইচআইভি থাকতে পারে। কিন্তু সেগুলো সংখ্যায় এত কম যে তাদের পক্ষে সংক্রমণ ঘটানো সম্ভব হয় না। কিন্তু গাঢ় চুম্বনে যেখানে উভয়ের ঠোঁটে অথবা মুখে ক্ষত তৈরি হয় এবং পরসপরের রক্ত সংসপর্শে আসে সে ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা আছে।
৪. মানুষের দেহ ছাড়লেই কি এই ভাইরাস ধ্বংস হয়?
উ. রক্তে কিংবা দেহনিঃসৃতঅন্যান্য তরল পদার্থে যে পরিমাণ ভাইরাস থাকে তা শরীর থেকে বেরিয়ে আসার অল্প সময়ের মধ্যেই মারা যায়। আর শরীর থেকে ভাইরাসবাইরে আসার পর সেই পরিবেশে কতটা সময় বেঁচে থাকবে তা ওই পরিবেশের ওপরই (শুকনো না ভেজা, আর্দ্র, উষ্ণ না শীতল) নির্ভর করবে।
৫. একজন মা যিনি এইচআইভি পজিটিভ তার একটি এইচআইভি পজিটিভ শিশু জন্মদানের ঝুঁকি কতখানি?
উ. সাধারণত এইচআইভি পজিটিভ মায়ের গর্ভকালীন সময়ে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি দেয়া হলে এই ঝুঁকিকমে দাঁড়ায় শতকরা মাত্র ২ভাগে।
৬. একজন এইচআইভি পজিটিভ মা তার শিশুকেবুকের দুধ খাওয়ালে কিশিশুটির দেহে ওই রোগের ভাইরাস সংক্রমিত হতে পারে?
উ. এইচআইভি পজিটিভ মায়েদের বুকের দুধের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে। এইচআইভি পজিটিভ মায়ের শিশু এইচআইভি নেগেটিভ হলে তাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয়।
৭. কোনো লোক এইচআইভিতে আক্রান্ত কি না তা কারো পক্ষে বলা কি সম্ভব?
উ. শুধু চেহারা দেখে কেউ এইচআইভিতে সংক্রমিত কি না তা বলা সম্ভব নয়। এর কারণ এইডসের লক্ষণগুলো ফুটে ওঠার আগে পর্যন্ত ভাইরাস দ্বারা সংক্রমণেরকোনো লক্ষণ থাকে না।
কিন্তু বিশেষ রক্ত পরীক্ষা রয়েছে যার ভিত্তিতে কোনো একজনের দেহে এইচআইভি রয়েছে কি নাতা বলা যায়। এসব পরীক্ষায়অবশ্য ভাইরাস নির্ণয় করা যায় না, তবে এই ভাইরাসে দেহে যে প্রতিরক্ষা বা অ্যান্টিবডি তৈরি হয় তা ধরা পড়ে। ভাইরাসের বিরুদ্ধে সাড়া হিসেবে দেহে এই অ্যান্টিবডি তৈরি হয়।
♥♥♥♥সমাপ্ত♥♥♥♥
প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন
www.facebook.com/sayed.rubel3
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন