মহিলাদের মেদ কমানোর উপায় ডা. একেএম মাসুদ পারভেজ
মহিলাদের অনেকের তলপেটে এত বেশি চর্বি বা মেদ জমেযে, অনেক সময় গর্ভবতী বলেমনে হয়। এই তলপেটের জমানোমেদের সঙ্গে হৃদরোগ ও ডায়াবেটিস-২ সম্পৃক্ত। তাই যেসব মহিলা খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করেন না এবং জগিং বা ব্যায়ামও করেন না, তারা কিন্তু হৃদরোগ ও ডায়াবেটিস-২-এর ঝুঁকিতে রয়েছেন। Strength Training -এরমাধ্যমে তলপেটের এ জমানো চর্বি কমানো সম্ভব। University of Minnesota এক সমীক্ষায়দেখেছে, বেশি ওজনবিশিষ্ট মহিলারা যদি ভারোত্তোলন ব্যায়াম করেন সপ্তাহে মাত্র দুই দিন, তাহলে তারা এই জমাটবদধ তলপেটের চর্বি কমিয়ে ফেলতে পারেন। যারা এই ভারোত্তোলন ব্যায়াম কমপক্ষে দুই বছর সপ্তাহে দুই দিন নিয়মিত চালিয়ে যান, তাহলে নতুন মেদ জমতেও পারবে না, আবার পাশাপাশি জমানো মেদ গলে যাবে। এই লক্ষ্যে কোনো ব্যায়ামাগারে গিয়ে নির্দেশকের নির্দেশ অনুযায়ী এটা করা উচিত।ভারোত্তোলন প্রশিক্ষণের উপকারিতা
ভারোত্তোলন ব্যায়াম করে স্থূলদেহী পুরুষ ও নারীরা খুব সহজেই হালকা-পাতলা হতে পারে। কারণ ভারোত্তোলনের ফলে দেহের অনাকাঙ্ক্ষিত জমানো চর্বি গলে যায়, পেশি গঠিতহয় এবং দেহ শক্তিশালী হয়।সাঁতার কাটা, সাইকেল চালানো, জগিং করা, অ্যারোবিক ব্যায়াম, নাচ প্রভৃতিও শরীরের চর্বি কমায় ও গলায় এবং হৃদক্রিয়া শক্তিশালী ও উন্নত করে। এ ব্যায়াম শক্তি এবং দেহে সৌন্দর্য দান করে। পুরুষকে করে সুদর্শন এবং নারীকে করে সুন্দরী ও আকর্ষণীয়। শুধু খাদ্য নিয়ন্ত্রণে ওজন কমে না। এতে পেশি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ভারোত্তোলন ব্যায়ামকরলে মেটাবলিজমও উন্নত হয় এবং হাড়কে শক্ত করে অস্টিওপেরোসিস প্রতিরোধ করে।
কীভাবে এই ভারোত্তোলন ব্যায়াম শুরু করবেন
সর্বপ্রথম কাজ হলো স্বাস্থ্য পরীক্ষা করানো, যদি আপনার বয়স হয় ৪৫-এর ঊর্ধ্বে।
আপনার দেহের হাড়ের ডেনসিটি পরীক্ষা করে দেখতে হবে। তারপর যদি কোথাও হাড় ভাঙাচোরা থাকে বা হয় তাহলে চিকিৎসা করাতে হবে। কারণ মেয়েদের মেনোপজের পর এটা হয়।
এরপর ধীরে ধীরে শুরু করুন। খুব দ্রুত করবেন না। অনেকে তাড়াতাড়ি করে দ্রুত ফল পেতে, এটা ঠিক নয়। এমন তাড়াতাড়ি করলে কোনো আঘাত পেতে পারেন।
প্রথমে হালকা ওজন উত্তোলন এবং বারবার করা যেমন-দেড় কেজি ওজনের একজোড়া ডাম্বে নিয়ে দুই হাতে দুটো ধরুন। এবার ৮ থেকে ১২ বার উত্তোলন করুনএবং নামান। যদি ৮ বার উঠাতে পারেন, তাহলেও আপনার জন্য ভারী মনে হতে পারে। তাহলে সামান্য কম ওজনের ডাম্বেল নিন। যদি ১২ বার তোলা-নামানো কষ্টকর হয়, তাহলে সহজে যেকয়বার পারেন, করুন।
দি ১২ বার উঠানো-নামানো সহজ হয়, তাহলে আর একটু ভারী ওজনের ডাম্বেল নিন। মনে রাখবেন, যখনই কষ্টকর হয়, যদি নিঃশ্বাস ঘন হয়, তখন কয়েক মিনিট বিশ্রাম নিয়ে আবার শুরু করুন। যদি পেশিসবল করতে চান, তাহলে ভারীডাম্বেল দিয়ে অভ্যাস করুন। কষ্টকর হলে ওজন ধীরে ধীরে কমিয়ে নিন। বারবার উঠানো-নামানো করুন। এভাবে নিয়মিত ব্যায়াম করুন আর নিশ্চিত করুন আপনার আকর্ষণীয় ফিটনেস।
লেখকঃ মেডিকেল অফিসার
সিআরপি, সাভার, ঢাকা
♥♥♥♥সমাপ্ত♥♥♥♥
প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন
www.facebook.com/sayed.rubel3
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন