মুসলমানদের কর্তব্য
তাই মুসলমানদেরকে আল্লাহ প্রদত্তও রাসূল প্রদর্শিত আদর্শের
পুণঃর্জীবন দান করার লক্ষ্যে জাগরণ
সৃষ্টি করতে হবে। কেবল বস্তুগত
সাফল্য ও কামিয়াবীর তাগিদে নয়,
বরং ইহকাল ও পরকালের উন্নতি ও
সফলতার তাগিদে। আপন অস্তিত্ব
এবং ঐতিহ্য রক্ষার তাগিদেই
এটি করতে হবে। মুসলমানদের জন্য
অপরিহার্য তাদের অধঃপতনের
কারণসমূহ নির্ণয় করা এবং সেসব
নিরসনের পথ খুঁজে বের করা। এ
উদ্দেশ্যই যুবশক্তিকে সুসংহত ও
সঠিক মূল্যায়ন করতে হবে। এর জন্য
শিক্ষা-দীক্ষা, সংস্কৃতিসহ
সর্বক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ
গ্রহণ অত্যাবশ্যকীয়।
Next যুবকদের কর্তব্য ও দায়িত্ব
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন