যুবকদের কর্তব্য ও দায়িত্ব

কোন মন্তব্য নেই
একই সাথে যুবকদেরকে তাদের জীবনের
গুরুত্ব অনুধাবনে সচেতন হতে হবে।
শত্র“দের ষড়যন্ত্রের কালো হাত
ভেঙ্গে দিয়ে উদ্ধার করতে হবে তাদের
সোনালী ঐতিহ্য ও আদর্শ;
যাতে তাদের ভবিষ্যত উজ্জ্বল হয়,
দূরীভুত হয় মুসলিম যুব সমাজে উপর
থেকে কলংকের ছাপ। ইহকালের
সাথে সাথে পরকালও যেন
সাফল্যমণ্ডিত হয় সেজন্য
তাদেরকে পুনরায় ঈমানী চেতনায়
উজ্জীবিত
এবং ইসলামী চরিত্রে চরিত্রবান
হতে হবে। বেদ্বীনী আচরণ ও পাপাচার
থেকে মুক্ত হয়ে সৎ, সরল,
কর্তব্যপরায়ণ ও দায়িত্বশীল
হতে হবে। এজন্য
তাদেরকে একাগ্রচিত্তে নিষ্ঠার
সাথে অধ্যয়ন করতে হবে আদর্শবান
মুসলিম যুবকদের ইতিহাস।
পড়াশোনা করতে হবে তাদের
জীবনাদর্শ। যুব সমাজ যাতে নিজেদের
জীবনের মূল্যায়নে সক্ষম হয়, ভবিষ্যৎ
সময়ের জন্য
নিজেরে আদর্শরূপে গড়ে তুলতে পারে,
বস্তু ও জড়বাদী জাল ছিন্ন
করে হযরত হাসান-হুসাইনের আদর্শ
প্রতিষ্ঠায় ব্রতী হয় এবং তাদের
দুনিয়ার জীবন ও আখেরাতের
চিরস্থায়ী জীবন সাফল্যমণ্ডিত হয়- এ
মহান উদ্দেশ্যেই আমার এ ক্ষুদ্র
প্রয়াস। মহান আল্লাহ রাব্বুল
আলামীনের দরবারে এটাই আমার
প্রার্থনা। প্রকৃত প্রশংসার মালিক
তিনিই। তিনিই হৃদয়ের আকুতি কবুল
করার মালিক।


Next এক. মহান যুবক আব্দুল্লাহ ইবনে আমর

শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান ।এটা আপনার আমার সকলের দ্বায়িত্ব ।প্রকাশক ও সম্পাদক সৈয়দ রুবেল উদ্দিন

কোন মন্তব্য নেই :