টেনশন দূর করার উপায়

কোন মন্তব্য নেই
টেনশন দূর করার উপায়
টেনশনে কমবেশি সবাই ভোগেন।
তবে অতিরিক্ত টেনশন ক্ষতিকর।
টেনশনমুক্ত থাকার কয়েকটি টিপস :
১. খুব টেনশন হলে বুকের ভেতরে গভীর
শ্বাস টেনে নিন। রক্তে পর্যাপ্ত
অক্সিজেন ঢুকলে মস্তিষ্ক উজ্জীবিত
হয়, মাংসপেশি শিথিল হয় এবং মন
ঠাণ্ডা হয়।
২. গভীর শ্বাস টেনে নেয়ার
পাশাপাশি মেডিটেশন করুন।
মস্তিষ্কে প্রায় ঘুমের সমপর্যায়ের
অবস্খা তৈরি হবে। শূন্যে মনোনিবেশ
করলে চাপ কমে যায়।
৩. মনছবি গড়ে তুলুন। মনের
ছবিটাকে আরো বেশি বাস্তব করার
জন্য প্রকৃতির সুরারোপ করুন
বা নিজের চারপাশে এই সুর বাজতে দিন।
৪. মনছবির ভেতর নিজের শুভ চাওয়ার
প্রতিফলন ঘটান।
৫. আত্মসম্মোহনের মাধ্যমে নিজের
দক্ষতা বৃদ্ধি, বদ অভ্যাস ত্যাগ, কম
ব্যথা বা দু:খ অনুভবের শক্তি বাড়ান।
৬. হালকা শরীর চর্চা করুন। রক্ত
সঞ্চালনের ফলে হতাশার লেভেল
কমে যাবে।
৭. মাংসপেশি শিথিলের অভ্যাস
গড়ে তুলুন। প্রথমে মুখ, তারপর ঘাড়,
কাঁধ এভাবে মাথা থেকে পা পর্যন্ত।
৮. যোগ ব্যায়াম করুন। যোগ
ব্যায়ামের কোনো বিকল্প নেই টেনশন
দূর করার ক্ষেত্রে।


ব্লগ সম্পাদক ও এ্যাডমিনঃসৈয়দ রুবেল উদ্দিন
Next post "আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দিন
ব্লগের প্রকাশিত পোস্ট গুলি ফেসবুকে শেয়ার করে আমাদের চলার পথকে আরো গতিময় করে তুলুন ।আমরা দিন রাত খাটিয়ে পোস্ট গুলি লেখি ।ব্লগে প্রকাশ করে আপনাদেরকে উপহার দেয় ।আপনারা যদি শেয়ার না করেন?তাহলে আমরা তো সামনে এগিয়ে যেতে পারবোনা ।আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য আপনাকে ধন্যবাদ ।সাথে থাকুন সব সময় ।আল্লাহ্ হাফেজ ।

কোন মন্তব্য নেই :