কুরআনের অলৌকিকতা
"বিসমিল্লাহির রাহমানির রাহীম"
লিখতে আরবীতে ১৯টি অক্ষর লাগে।
এ বাক্যে ৪টি শব্দ আছে। তা হল-
১-ইসম,
... ২-আল্লাহ,
৩-রাহমান,
৪-রাহীম।
আজব ব্যাপার হল, এই ৪টি শব্দের
প্রত্যেকটি কুরআন শরীফে উল্লেখ
হওয়ার সংখ্যাটি ১৯
দ্বারা নি:শেষে বিভাজ্য!
যেমন-
•►কুরআনে 'ইসম' শব্দটি এসেছে ১৩৩
বার যা ১৯ দ্বারা নি:শেষে বিভাজ্য
(১৯×৭=১৩৩)।
•►'আল্লাহ' শব্দটি এসেছে ২৬৯৮
বার, যা ১৯ দ্বারা নি:শেষে বিভাজ্য
(১৯×১৪২=২৬৯৮)।
•►'রাহমান' শব্দটি এসেছে ৫৭ বার,
যা ১৯ দ্বারা নি:শেষে বিভাজ্য
(১৯×৩=৫৭)।
•►'রাহীম' শব্দটি এসেছে ১১৪ বার,
১৯ দ্বারা নি:শেষে বিভাজ্য
(১৯×৬=১১৪)।
তাছাড়া "বিসমিল্লাহির রাহমানির
রাহীম" বাক্যটি কুরাআনে এসেছে ১১৪
বার, আর তাও ১৯
দ্বারা নি:শেষে বিভাজ্য
(১৯×৬=১১৪)।
এ থেকে প্রতীয়মান হয় যে, পবিত্র
কুরআন মহান আল্লাহর অলৌকিক
কিতাব। পক্ষান্তরে, মানব রচিত
গ্রন্থে এরূপ মিল পাওয়া যায় না।
[ সুবহানাল্লাহ ]
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন