→ єxclusive ইসলামী সাধারণ জ্ঞান ←
► ঈমানের সর্বনিম্ন শাখা কি?উত্তরঃ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু
অপসারণ করা।
► ঈমানের স্তম্ভ কয়টি? কি কি?
উত্তরঃ ঈমানের স্তম্ভ ৬টি।
সেগুলো হচ্ছেঃ (১) আল্লাহ (২)
ফেরেশতাকুল (৩) আসমানী কিতাব (৪)
নবী-রাসূল (৫) শেষ দিবস ও (৬)
তক্বদীরের ভাল-মন্দের প্রতি ঈমান
► ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি?
উত্তরঃ ইসলামের স-ম্ভ ৫টি।
সেগুলো হচ্ছেঃ (১) কালেমায়ে শাহাদাত
উচ্চারণ করা, (২) নামায
প্রতিষ্ঠা করা, (৩) যাকাত প্রদান
করা (৪) রামাযান মাসে রোযা রাখা (৫)
সামর্থ থাকলে আল্লাহর ঘরের হজ্জ
আদায় করা।
►প্রধান চার ফেরেশতার নাম কি?
উত্তরঃ জিবরাঈল, ইসরাফীল, মীকাঈল
ও মালাকুল মওত (আঃ)।
► কোন ফেরেশতাকে সকল ফেরেশতার
সরদার বলা হয়?
উত্তরঃ জিবরাঈল (আঃ) কে।
► মানুষ মৃত্যু বরণ করলে,
কবরে তাকে তিনটি প্রশ্ন করা হবে।
সেগুলো কি কি?
উত্তরঃ প্রশ্ন করা হবে- তোমার রব
কে? তোমার নবী কে? তোমার দ্বীন
কি?
► কবরে বা মাজারে বা কোন পীরের
উদ্দেশ্যে মানত করার হুকুম কি?
উত্তরঃ শির্ক।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন