ফেরেশতা

কোন মন্তব্য নেই
ফিরিশতা বা ফেরেশতা(ইংরেজি:
Angels) ইসলামী
বিশ্বাসমতে স্বর্গীয় দূত।
এরা মানুষের ন্যায় ঈশ্বরের
বা আল্লাহর আরেক সৃষ্টি।
আরবিতে ফেরেশতাদের একবচনে
মালাইক ও বহুবচনে মালাক বলে।
ফেরেশতারা নভোমণ্ডল ও ভূমণ্ডলের
মধ্যে যোগাযোগ রক্ষা করেন।
তারা সর্বদা ও সর্বত্র আল্লাহ্র
উপাসনায় রত এবং আল্লাহর অবাধ্য
হবার কোনো ক্ষমতা তাদের নেই।
ফেরেশতারা নূর তথা আলোর তৈরি।
রূহানিক জীব বলে তারা খাদ্য ও পানীয়
গ্রহণ করেন না। তারা সুগন্ধের
অভিলাষী এবং পবিত্র স্থানে অবস্থান
করেন।
তারা যেকোনো স্থানে গমনাগমন ও
আকৃতি পরিবর্তনের ক্ষমতা রাখেন।
ইসলাম, খ্রিস্টান ও ইহুদী ধর্ম
ছাড়া হিন্দু ধর্মেও
ফেরেশতা তথা স্বর্গীয় দূতদের
অস্তিত্ত্বের কথা বলা হয়েছে।
শ্রেণীবিন্যাস
ফেরেশতাদের সংখ্যা অগণিত।
কোনো কোনো ইসলামী চিন্তাবিদ
কাজের উপর ভিত্তি করে ফেরেশতাদের
চৌদ্দটি শ্রেণীতে ভাগ করে থাকেন।
যাদের মধ্যে চারজন উচ্চমর্যাদার
ফেরেশতা বলা হয়ে থাকে।
1. হামালাত আল-আরশ: যেসমস্ত
ফেরেশতা আল্লাহর আরশ
ধরে রাখে।
2. জিবরাইল [আ.]: আল্লাহর দূত
ও সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। এই
ফেরেশতার নাম তিনবার,
ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ
কুরআন শরীফে উল্লেখ
করা হয়েছে (সূরা ২:৯৭; ৯৮,
৬৬:৪)। সূরা ১৬:১০২
আয়াতে জিবরাইল
ফেরেশতাকে পাকরূহ বা রুহুল
কুদুস বলা হয়েছে। আল্লাহর
আদেশ-নিষেধ এবং সংবাদ
আদান-প্রদান যেসব
ফেরেশতার দায়িত্ব, জিব্রাইল
তাদের প্রধান। জিব্রাইল-ই
আল্লাহর নবীদের
বা বাণীবাহকদের
কাছে গমনাগমন করেন।
3. মিকাইল [আ.]: কুরআনের
২:৯৭ আয়াতে এই ফেরেশতার
নাম উল্লেখ করা হয়েছে।
ইনি বৃষ্টি ও খাদ্য উৎপাদনের
দায়িত্বপ্রাপ্ত।
4. ইসরাফিল [আ.]:এই ফেরেস্তা
কিয়ামত বা বিশ্বপ্রলয়
ঘোষণা করবেন। তার
কথা কুরআন
শরীফে বলা না হলেও
হাদিসে উল্লেখ করা হয়েছে।
5. আজরাইল [আ.]:
তাকে কুরআনে মালাক আল-
মাউত নামে অভিহিত
করা হয়েছে। ইনি মৃত্যুর
ফেরেশতা ও প্রাণ হরণ করেন।
6. সাতটি বেহেশতের ফেরেশতাগণ।
7. হাফাজা বা তত্ত্বাবধায়ক
ফেরেশতাগণ।
8. মুনকার ও নাকীর:
কবরে প্রশ্নকারী
ফেরেশতাদ্বয়।
9. দারদায়িল
10. মালিক: জাহান্নাম বা নরক
তত্ত্বাবধানকারী ফেরেশতা।
11. রেদওয়ান: জান্নাত বা স্বর্গ
তত্ত্বাবধানকারী ফেরেশতা।
12. জাবানিয়া: জাহান্নামে দায়িত্ব
পালনকারী ফেরেশতাগণ।
13. নিয়ম
শৃংখলা পালনকারী ফেরেশতাগণ।
এছাড়াও বিশেষ দুজন ফেরেশতা কিরামুন
ও কাতিবীন প্রতিজন মানুষের ভালো-
মন্দ কাজের হিসাব রাখেন।
আল কুরআনে ফেরেশতাগণ
জিবরাইল [আ.] ও মিকাইল [আ.]-
এর নাম আল কুরআনের
সুরা বাকারাহ'র ৯৭-৯৮
নং আয়াতে উল্লেখ রয়েছে।
মালিক ফেরেশতার নাম ৪৩
নং সূরা আয-যুখরফে ৭৭
নং আয়াতে উল্লেখ আছে।
তথ্যসূত্র
উইকিপিডিয়া ™

কোন মন্তব্য নেই :