আজরাইল

কোন মন্তব্য নেই


শিল্পীর দৃষ্টিতে মৃত্যুর দেবদূত
আজরাইল।
আজরাইল (ইংরেজি: Azrael) একজন
দেবদূত বা ফেরেশতা যার কাজ
হচ্ছে ঈশ্বরের নির্দেশানুযায়ী প্রাণীর
প্রাণ সংহার করা। ইসলাম ধর্মের
বর্ণনানুসারে মৃত্যুকালে আজরাইল,
ব্যক্তির পৃথিবীর আমল বা কৃতকর্ম
অনুযায়ী ভালো মানুষের
কাছে পবিত্ররূপে আর পাপীদের
কাছে ভয়ংকররূপে আবির্ভূত হন
এবং মানুষের জান কবজ করেন।
নামকরণ
ইংরেজিতে আজরাইল
শব্দটি আরবি ʿIzrāʾīl (ﻋﺰﺭﺍﺋﻴﻞ)
অথবা Azra'eil (ﻋﺰﺭﺍﯾﻞ)
থেকে আর্বিভূত হয়েছে। ইসলাম , শিখ
ও হিব্রুদের ধর্মে এর উপস্থিতি আছে।
মুসলমানদের ধর্মগ্রন্থ আল
কুরআনে আজরাইল নামের কোন
অস্তিত্ব নাই। পবিত্র
কুরআনে মালাক আল-মউত
শব্দটি ব্যবহার করা হয়েছে। দুটি শব্দই
"মৃত্যুর ফেরেস্তা" অর্থ প্রকাশ
করে। ইংরেজিতে আজরাইল
শব্দটি Izrail, Azrin, Izrael,
Azriel, Azrail, Ezraeil,
Azraille, Azryel, Ozryel,
Azraa-eel নামেও লেখা হয়।
চেম্বারস ইংরেজি অভিধানে শব্দটির
অর্থ "সৃষ্টিকর্তাকে সাহায্য
করা "বোঝানো হয়েছে।[১][২]
তথ্যসূত্র
1. ↑ Davidson, Gustav
(1967), A Dictionary
of Angels, Including
The Fallen Angels,
Entry: Azrael, pp. 64,
65, Library of
Congress Catalog
Card Number:
66-19757
2. ↑ Shri Guru Granth
Sahib, Section 07 -
Raag Gauree - Part
165, "Azraa-eel, the
Angel of Death, shall
crush them like
sesame seeds in the
oil-press."

কোন মন্তব্য নেই :