ঘরের কাজে সময় ব্যয় করলে যৌন জীবন মধুর হবে
দাম্পত্য’র মধুরতা যৌন মিলনে৷
পার্টনারের সঙ্গে যৌন মিলনের আনন্দ
পেতে তাঁকে ঘরের
কাজে আপনাকে সাহায্য করার
কথা বলুন৷ কারণ
সম্প্রতি একটা সমীক্ষাতে প্রমানিত
হয়েছে যে সব দম্পতিরা ঘরের
কাজে অতিরিক্ত সময় ব্যয় করেন
তারা সহবাসের সময়ে অধিক
পরিমাণে স্বচ্ছন্দ বোধ করেন৷
আমেরিকার মন্টক্লেয়ার
ইউনিভার্সিটিতে এই
নিয়ে একটি সমীক্ষা করা হয়েছিল৷ ঐ
সমীক্ষাতে ৬৮৭৭ জন দম্পতি অংশ
নিয়েছিলেন৷ তারা সকলেই
রান্না থেকে শুরু করে কাপড় কাচা, ঘর
পরিষ্কার করা, ঘরের যাবতীয় কাজ
করেন৷
তারা সকলেই দৈহিক মিলনের
ক্ষেত্রে অধিক সক্ষম বলে প্রমানিত
হয়েছে৷ বয়সের ভার তাদের যৌন
সম্পর্কে কোন প্রভাবে ফেলে নি৷
শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন