আসুন আল্লাহর চারটি পবিত্র কালেমা পড়ি ও এর অর্থ সম্পর্কে জানি-
1.প্রথম
কালেমা হচ্ছে কালেমায়ে তাইয়্যেবা এর
অর্থ হল পবিত্র বাক্য।
*
ﻵ ﺍِﻟَﻪَ ﺍِﻟّﺎ ﺍﻟﻠّﻪُ ﻣُﺤَﻤَّﺪٌ ﺭَﺳُﻮُﻝ ﺍﻟﻠّﻪِ
*
লা-ইলা-হা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ্।
*
আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, হযরত
মুহাম্মাদ (সাঃ) তাঁহার প্রেরিত পুরুষ।
2.দ্বিতীয়
কালেমা হচ্ছে কালেমায়ে শাহাদাত এর
অর্থ হল সাহ্ম্য বাক্য।
*
ﺍﺷْﻬَﺪُ ﺍﻥْ ﻟّﺂ ﺍِﻟﻪَ ﺍِﻟَّﺎ ﺍﻟﻠّﻪُ ﻭَﺣْﺪَﻩ ﻟَﺎ
ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪ، ﻭَ ﺍَﺷْﻬَﺪُ ﺍَﻥَّ ﻣُﺤَﻤَّﺪً
ﺍﻋَﺒْﺪُﻩ ﻭَﺭَﺳُﻮﻟُﻪ
*
আশ্হাদু আল-লা-ইলা-হা ইল্লাল্লা-হু
ওয়াহ্দাহু-লা-শারীকালাহু ওয়া আশ্হাদু
আন্না মুহাম্মাদান আ'বদুহু ওয়া রাসূলুহু।
*
আমি সাহ্ম দিতেছি যে, আল্লাহ্
ছাড়া কোন উপাস্য নাই। তিনি এক,
অংশ-হীন এবং আরও সাহ্ম্য দিতেছি যে,
মুহামাদ (সাঃ) তাঁহার বান্দা ও প্রেরিত
পুরুষ।
3.তৃতীয়
কালেমা হচ্ছে কালেমায়ে তাওহীদ এর
অর্থ হল একত্ববাদ বাক্য।
*
লা-ইলা-হা ইল্লা-আন্তা ওয়াহিদাল্ লা-
ছানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লা-
হি ইমামুল মুতাক্বীনা ওয়া রাসূলু রাব্বিল্
আ'লামীন।
*
হে আল্লাহ! তুমি ছাড়া অন্য কেউই
উপাস্যের যোগ্য নেই। তুমি এক ও
অদ্বিতীয়, কেউই তোমার সমহ্ম নেই।
আল্লাহর রাসুল মুহম্মদ (স.)
মুত্তাকীদের নেতা ও দু-জাহানের
বাদশার প্রেরিত রাসূল।
4.চতুর্থ
কালেমা হচ্ছে কালেমায়ে তামজীদ এর
অর্থ হল শ্রেষ্ঠত্ববাদ বাক্য।
*
লা-ইলা-হা-ইল্লা-আন্তা নূরাই
ইয়াহ্দিয়াল্লাহু লিনূরিহী মাইয়াশা-উ
মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল
মুরসালীনা ওয়া খাতামুন নাবিয়্যীন।
*
হে জ্যোতির্ময়! তুমি ছাড়া কোন মাবুদ
নাই। তুমি যাহাকে ইচ্ছা আলোর দিকে পথ
দেখাও। আল্লাহ্র রাসূল মুহাম্মাদ (সাঃ)
রাসূলগণের সর্দার ও সর্বশেষ নবী।
→এমন সুন্দর একটি জিনিস অবশ্যই
শেয়ার করতে ভুলবেন না।
শেয়ার করে আপনার প্রিয় বন্ধু-বান্ধবীদের পড়ার সুযোগ দিন।
আপনি জেনেছেন....হয়তো সে জানেনা ।আল্লাহ আপনাকে ভাল রাখুক --আমিন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন