জালিমরা ক্ষমতাই এলে দেশের সম্মানিত লোকদের অপদস্ত করে ।
জালিমরা ক্ষমতাই এলে দেশের সম্মানিত লোকদের অপদস্ত করে ।
বর্তমানে আমাদের দেশে তাই চলিতেছে।
নাস্তিক মুশরিকরা ইসলাম ধর্ম কে নিয়ে যেভাবে বিরুদ শুরু করে দিয়েছে...তাতে বুঝা যায় তারা যদি পারতো ইসলাম কে গিলে খেয়ে ফেলতো ।
তাদের সাথে যুক্ত আছে কিছু নাম ধারী মুসলমানরা ।
চিনে রাখুন এরা মুসলমান নয় কাফের।
যারা আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারেনা,
তাদের কে আল্লাহর তৈরী পৃথিবীতে থাকার অধিকার নেই ।
তারা কেনো এরকম আরেক টি পৃথিবী বানিয়ে নেই না।
কোরআনের ১৪০০শো বছর আগের ছোট একটি চ্যালেজ আজও মোকাবেলা করতে পারলো।
অথচ চোরের মার বড় গলা ।
তারা যে হাত দিয়ে কাজ করে এবং যে পাও দিয়ে এক জায়গাই থেকে অন্যান জায়গাই যায়,
সেই হাত পাও তো আল্লাহ বানিয়েছেন ।
এমন কি যে মুখ দিয়ে এতো সুস্বাধু খাবার খায়,
সে খাবারও তো আল্লাহ্ বানিয়েন ।
অকৃতগ্য তো তাদেরকেই বলে যারা আল্লাহ এতো নিয়ামত খেয়েও শুকরিয়া আদাই করতে পারেনা ।
এদের চেয়ে পোড়া কপাল হত ভাগা আর কে ।
আর যারা বলে পৃথিবীতে আল্লাহ্ নেই তাদের কে বলে দিন আল্লাহ আছে কি নাই সেটা মরে দেখতে ।
কাফের দের কে বলতে চাই আপনার যত কিছু বলেন যত কিছু করেন তবুও ইসলামকে ধংস করতে পারবেনা ।
বরং আপনাদেরকে জাহান্নামে যেতে হবে।
♥♥♥♥সমাপ্ত♥♥♥♥
প্রকাশক : সৈয়দ রুবেল উদ্দিন www.facebook.com/sayed.rubel3
লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
ভাল থাকুন সব সময় ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন