দি আর্ট অব সেক্সুয়ালএক্সটাসি ২
উদাহরণস্বরূপ বহু লোকই তাদের নারীত্বের দিকটা পরিহার করে চলতে বাধ্যবাধকতা অনুভব করেন।অনেকে ভয় পান যে, কোনো প্রকার ভদ্রতা, নম্রতার প্রকাশ অথবা খোলামেলা হওয়াটাই গুপ্ত সমকামিতা হিসেবে গণ্য হতে পারে। অন্যরা ভয় পান, যদি তারা তাদের সাথীদের সাথে বেশি নরমভাব দেখান তাহলে তারা তাদের উপরে হাত চালাবেন অথবা তাদেরকে পরাভূত করবেন। একইভাবে বহু নারী তাদের নিজস্ব স্বাধীন পৌরুষভাবটা প্রকাশ করতে চান না। তারা ভয় পান এভাবে সরল সোজাভাবে তাদের যৌন চাহিদা পূরণ করতে চাইলে অথবা কোনো প্রকার আগ্রহ দেখালে তারা তাদের আকর্ষণীয়তা হারাবেন এবং পুরুষেরা তাদেরকে কখনো পছন্দ করবেন না। এই একমাত্রিক মনোভাবসমূহ আমাদের ভালোবাসার ক্ষেত্রে প্রকাশ পায়। অন্যান্য অনেকের মতো আপনিও হয়তো বুঝতে পেরেছেন যে, পুরুষেরাই প্রথমে আগ্রহ দেখায় পরে নারী তার জবাব দেয়। এই ভূমিকার অবসান হয়ে আসছে, বিশেষভাবে যখন নারীরা আরো বেশি ক্রিয়াশীল ভূমিকায় অবতীর্ণ হয়ে পুরুষশাসিত সমাজে তাদের যথাযথ দাবি উপস্থাপন করছেন। এই মৌলিকক ছাঁচের ঢালাই এখনো আমাদের অবচেতন মনকে ছেয়ে আছে, মনকে শক্তিশালীভেবে ধরে রেখেছে, তথাপি আমি বিশ্বাস করি যে, ওগুলো সম্পূর্ণ একরোখা, কঠিন একরতফা ধারণা যা ফ্যাশন এবং ট্রেডিশন দ্বারা আবর্তিত। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের প্রকৃত ব্যক্তিত্বের কাছে তাদেরকিছুই করার নেই।আপনার যৌন পরিচিতির বিস্তৃতি
এই অধ্যায়ের লক্ষ্য হচ্ছে আপনাকে এই সকল ছাঁচে ঢালা ভূমিকা থেকে মুক্ত করা। আপনি আপনার লিঙ্গের পরিচিতি বাড়াতে শিখবেন। আপনার চরিত্রের বা ব্যক্তিত্বের মধ্যে যে নারীত্ব ও পুরুষত্ব দুটো জিনিস বর্তমান আছে তাদের চিনতে পারবেন, সম্ভাষণ জানাতে পারবেন, আপনার সঙ্গীকে নিয়ে তা আবিষকার করতে পারবেন এবং আপনারা ভালোবাসায় মিলিত হওয়ার সময় তাদেরকে ব্যবহার করতে পারবেন। উন্নত যৌনতার পরিপ্রেক্ষিতে একজন পুরুষ শুধুই একজন পুরুষ নয় এবং কোনো নারী শুধুই একজন নারী নয়। প্রত্যেকটি পুরুষ মানুষ হচ্ছে একটি নর ও একটি নারীর মিশ্রণ।
প্রত্যেকটি স্ত্রী মানুষহচ্ছে একটি নারী ও একটি নরের সমন্বয়।
- চলবে
অধ্যাপক ডাঃ এ এইচ মোহাম্মদ ফিরোজ
এমবিবিএস এফসিপিএস এমআরসিপি এফআরসিপি
E-mail : professorfiroz@yahoo.com
ফোনঃ ০১৭১১-৫২১২২২, ০১৯৯-৫২১২২২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন