যুবক সমাজকে বিবাহ করার প্রতি উৎসাহ প্রদান করা (বিবাহের হাদিস)
কোন মন্তব্য নেই
আব্দুল্লাহদ বিন মাসউদ [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন যে, আমরা নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে অসহায় অবস্থায় ছিলাম; তাই তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন: “হে যুবক সমাজ! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখবে, সে ব্যক্তি  বিবাহ করবে। যেহেতু বিবাহ হলো দৃষ্টি ক্ষুধার মহা নিয়ন্ত্রণ কারী এবং সতীত্ব সংরক্ষণের মহাসম্বল। আর যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখবে না, সে ব্যক্তি রোজা রাখবে। কেননা এই রোজা তাকে তার যৌন উত্তেজনার অমঙ্গল হতে রক্ষা করবে”।
[সহীহ মুসলিম, হাদীস নং  3 -(1400) এবংসহীহ বুখারী, হাদীস নং 5066 তবে হাদীসের শব্দগুলি সহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে]।

আরো পড়ুন যুবক সমাজকে বিবাহ করার প্রতি উৎসাহ প্রদান করা (বিবাহের হাদিস) 

কোন মন্তব্য নেই :