আমি এবং কয়েকটি প্রজাপতি (হুমায়ূন আহমদ)
শুরুতেই আপনি আমাকে পাগল ভাববেন না।
শুরুতে পাগল ভাবলে আমার গল্পটা আপনি মন দিয়ে শুনবেন না। আর শুনলেও তেমন গুরুত্ব দেবেন না। জগতের কোনো মানুষ পাগলদের কথা মন দিয়ে শোনে না। এমনকি সাইকিয়াট্রিস্টরাও না। অথচ পাগলদের কথা তাদেরই সবচে’ মন দিয়ে শোনার কথা। ঠিক না?
সাইকিয়াট্রিস্টরা যে পাগলদের কথা মন দিয়ে শুনেন না—তা কি করে টের পেলাম জানেন? আমার স্ত্রী একবার আমাকে এক সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। সে আগে আমাকে বলে নি কার কাছে নিয়ে যাচ্ছে। শুধু বলেছে তার দূরসম্পর্কের ভাই। আমাদের বিয়ের সময় তিনি দেশে ছিলেন না বলে দেখা হয় নি। এখন দেশে ফিরেছেন। তার সঙ্গে দেখা করা সামাজিক দায়িত্ব।
ডাউনলোড করুন : আমি এবং কয়েকটি প্রজাপতি (হুমায়ূন আহমদ)
ডাউনলোড করুন : আমি এবং কয়েকটি প্রজাপতি (হুমায়ূন আহমদ)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)

কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন