অন্যদিন -হুমায়ূন আহমেদ

কোন মন্তব্য নেই

পান্থ নিবাস বোডিং হাউস।
১১-বি কাঁঠাল বাগান লেন (দোতলা) ঢাকা-৯
চিঠি লিখলে এই ঠিকানায় চিঠি আসে। খুঁজে বের করতে গেলেই মুশকিল। সফিক লিখেছিল, অবশ্যি, তোর কষ্ট হবে খুঁজে পেতে। লোকজনদের জিজ্ঞেস করতে পারিস কিন্তু লাভ হবে বলে মনে হয় না। একটা ম্যাপ একে দিলে ভাল হত। তা দিলাম না, দুর্লভ জিনিস পেতে কষ্ট করতেই হয়।
এই সেই দুর্লভ জিনিস? দু’জন মানুষ পাশাপাশি চইলতে পারে না। এরকম একটা গলির পাশে ঘুপসি ধরনের দোতলা বাড়ী। কত দিনের পুরানো  বাড়ী সেটি কে জানে। চিতি পরে সমস্ত বাড়ী কালচে সবুজ বর্ণ ধারণ করেছে। দোতলায় একটি ভাঙ্গা জানালায় ছেড়া চট ঝুলছে। বাড়ীটির ডান পাশের দেয়ালের একটি অংশ সম্পূর্ণ ধ্বসে গিয়েছে। সামনের নর্দমায় একটি মরা বেড়াল; দূষিত গন্ধ আসছে সেখান থেকে। মন ভেঙ্গ আমার। স্যুটকেস হাতে এদিক ওদিক তাকাচ্ছি—দোতলায় যাবার পথ খুঁজছি, সিঁড়ি ফিড়ি কিছুই দেখছি না। নিচ তলা তালাবদ্ধ। 

বইয়ের নাম : অন্যদিন.

লিখেছেন : হুমায়ূন আহমেদ

ধরণ : PDF

আকার : 4 MB


কোন মন্তব্য নেই :