কাফন দাফন জানায়া
কোন মন্তব্য নেই
প্রতিটি মুসলমানের জন্মের মুহুর্তে যেমন কতগুলো ইসলামী বিধি-বিধান পালন করতে হয়, তেমনি অন্তিম মুহুর্তে থেকে শুরু করে গোসল, কাফন, দাফন, নামাযে জানাযা এমনকি সমাধিস্ত করা পর্যন্ত কতগুলো ইসলামী বিধি-বিধান পালন করাও আবশ্যক। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে এ সকল বিধি-বিধান পালনে অনেক ক্ষেত্রেই মারাত্মক ভুল ও শরীয়ত বিবর্জিত ক্রিয়া-কর্মের অবতারণা করতে দেখা যায়। আর অধিকাংশ ক্ষেত্রে এর কারণ কাফন-দাফন ইত্যাদিতে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিগণের অজ্ঞতা। ফলে মৃত ব্যক্তির জীবনের সর্বশেষ কৃত্যগুলো পরিশুদ্ধ না হয়ে অশুদ্ধ থেকে যায়। আর এটা আমাদের জন্য যারপরনেই আফসোসের বিষয়। বিস্তারিত  কাফন দাফন জানায়া | Amar Bangla Post 

কোন মন্তব্য নেই :