মায়ের কবিতা
ঘুমের মধ্যে স্বপ্নে দেখি মায়ের সুন্দর মুখ,
ঘুম ভাঙ্গে চেয়ে দেখলে কেঁদে উঠে বুক ।
মায়ের সাথে ছিলাম আমি অনেক আদরে,
মাকে ছাড়া থাকতে হচ্ছে অনেক দুরতে।
আমি আছি অনেক দুরে পাইনা মায়ের দেখা,
হাজার মানুষের ভিরেও যেন আমি শুধু একা।
মায়ের টানে মাটির টানে কাঁদছে আমার প্রাণ,
ইচ্ছে করছে ছুটে চলি জন্ম ভূমিতে,
সেথায় আছে মা যে আমার ছোট কুটিরে।
মাকে ছাড়া থাকে হচ্ছে অনেক কষ্টে ।
উৎস; মায়ের কবিতা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন