বিধ্বস্ত মানবতা (বই)
আজকের বক্তব্যের ভূমিকা টানছি এমন একটি বিষয়কে কেন্দ্র করে, যার দিক নির্দেশনা উক্ত আয়াতের মাঝে পাওয়া যায়। আজ এমন কথা বলতে যাচ্ছি, যা অনেকের কাছে বেমানান মনে হবে। পাশ্চাত্য বলতে আজ আমেরিকা ও ইউরোপের দেশসমূহকে বোঝায়। ইউরোপ-আমেরিকা একদিকে সৌভাগ্যশীল রাষ্ট্র, অপরদিকে দুর্ভাগ্যশীলও। একটি বাক্যের মধ্যে এ ধরণের বৈপরীত্য দেখে ও শুনে হয়তো বিস্মিত হবেন আপনারা। এর মধ্যেই উক্ত বৈপরীত্যের সন্ধান পাওয়া যায়। এ আয়াতের মর্ম এ রাষ্ট্রর সাথেই বোধ করি সবচেয়ে বেশী খাপ খাবে। এ সেই আমেরিকা, গটা বিশ্বের মোড়লীপনার চাবি যার হাতের মিঠোয়। এ নিয়ে ‘মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো’ শীর্ষক দীর্ঘ আলোচনা করেছি।
প্রশ্ন জাগে, গোটা বিশ্বের নেতৃত্ব দেয়ার যোগ্যতা এরা কি করে অর্জন করল?
ডাউনলোড করুন : বিধ্বস্ত মানবতা (সাইয়েদ আবুল হাসান আলী নদভী)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন