এই শুভ্র এই!
শুভ্র সম্ভবত এই দুই দলের কোনোটাতেই পোড়ে না। তার ঘরে কোনো দেয়াল ঘড়ি নেই। রাতে ঘুমুতে যাবার সময় হাত ঘড়িটাও সে বালিশের নিচে রাখে না। অথচ ঘুম ভাঙ্গার পর তারই সবচে’ বেশি সময় জানতে ইচ্ছে করে। বিছানায় শুয়ে শুয়ে ঘড়ি না দেখে সময় আন্দাজ করার নানান কায়দাকানুন তার আছে। জানালা দিয়ে আসা রোদ যদি খাঁটের বাঁ দিকের পায়াতে ঝলমল করতে থাকে তাহলে বুঝতে হবে এখনো আটটা বাজে নি। আটটার পর খাটের বাঁ পায়ে কোনো রোদ থাকে না।
বাকী অংশ পড়তে ডাউনলোড করুন : এই শুভ্র এই pdf
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন