আফ্রিকার দুলহান। (ইসলামিক যুদ্ধের গল্প বই)
কোন মন্তব্য নেই
সংক্ষিপ্ত বর্ণনাঃ মুসলমানদের মিসর-সিরিয়া দখল করার খুন চাপে আফ্রিকার বলদর্পী সম্রাট জর্জিরের মাথায়। তথ্যটা যথা সময়ে পৌঁছে যায়  মিসরের গভর্নর প্রখ্যাত সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে সা’দ (রাঃ)-এর কানে। জবাবে তিনি জর্জিরকে ভালো মতো একটা কানমলা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আমীরুল মুমিনীন হযরত ওসমান (রাঃ)_এর অনুমোদনক্রমে মাত্র দশ হাজার মুজাহিদ নিয়ে অভিযানে বেরিয়ে পড়েন মুসলমানদের সার্বভৌমত্ত্বে আঘাত হানার স্বপ্নসাধ মিটিয়ে দিতে। একে-একে আফ্রিকার অতিশয় গুরুত্বপূর্ণ দুটি দুর্ভেদ্য দুর্গ জয় করে মুখোমুখি হন দাম্ভিক সম্রাট জর্জিরের। দু-দিনের যুদ্ধে জর্জিরের বিশাল বাহিনী প্রচন্ড মার খায় মুসলমানদের হাতে। আসন্ন পরাজয় ঠেকাতে নিরুপায় জর্জির ঘোষণা দেন, যে-ব্যক্তি মুসলিম সেনাপতির মাথা কেটে আনবে, তার সঙ্গে আপন রূপসীকন্যা হেলেনকে বিয়ে দিবেন। বিপরীতে মুসলিম সেনাপতি হযরত আবদুল্লাহ ইবনে সা’দও (রাঃ) ঘোষণা দেন, যে-ব্যক্তি খৃষ্টান সম্রাট জর্জিরকে হত্যা করবে, জর্জির কন্যা হেলেনকে তাঁকে দান করবেন। কী হল তার পর?

জানতে পড়ুন : আফ্রিকার দুলহান। (ইসলামিক যুদ্ধের গল্প বই)

কোন মন্তব্য নেই :