আমি কেন ইসলাম গ্রহণ করলাম।(বই ডাউনলোড)

কোন মন্তব্য নেই
সত্যের প্রতি সহৃদয় আকর্ষণ তাঁকে ঘরছাড়া করেছিল। ধর্মাধর্মের চিন্ত তাঁকে ব্যাকুল করেছিল। সত্যের মহিমান্তিক আহ্বানকে সবার কাছে পৌঁছে দেবার জন্য তিনি ছিলেন সদাসচেষ্ট।
মরহুম আবুল হোসেন ভট্টাচার্য ১৯১৬ সালে বৃহত্তর ফরিদপুর (বর্তমানে শরীয়তপউর) জেলার গোসাইর হাট উপজেলা দাসের জংগল গ্রামে এক পুরোহিত ব্রাহ্মণ পরি বারে জন্মগ্রহণ করেন। পিতা শশীকান্ত ভট্টাচার্য। মাতা ক্ষিরদা সুন্দরী (রাঙাবউ) ।
ইসলামগ্রহণের আগে তার নাম ছিল সুদর্শন ভট্টাচার্য। গ্রামের পাঠশালাতেই তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত হয়। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন।


কোন মন্তব্য নেই :