আল্লাহর সৈনিক।যুদ্ধের উপন্যাস
কোন মন্তব্য নেই

স্বাধীনতার মানুষের জন্য এক নিঃসীম প্রেরণার আধার, এক অবিনাশী শক্তি ইমাম শামিল (রহঃ)। তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ রাজশক্তি, ক্ষমতালোলুপ আগ্রাসী রুশ জারের আধুনিক সমরায়োজনের মোকাবেলায় প্রায় অর্ধশত বছরব্যাপী মুক্তিযুদ্ধ পরিচালনা করেন তিনি। দীর্ঘ সময়ের এই শত-শত যুদ্ধের একটিতেও জয়ী হতে পারেননি ক্ষমতাদর্পী রূশ জার। .
কিন্তু শেষযুদ্ধে স্বাধীনতা হারায় কাফকাজ। কেন? কিসের অভাব ছিল ইমাম  সামিলের? ইমাম শামিলের পক্ষে জারের পতন ঘটানো সম্ভব ছিল। কিন্তু ফলাফল উল্টো হল কেন? সেই রক্তাক্ত ইতিহাস নিয়ে রচিত হল অনবদ্য উপন্যাস ‘আল্লাহর সৈনিক’।




কোন মন্তব্য নেই :