একটি শিক্ষণীয় ঘটনা.... » Amar Bangla Post
কোন মন্তব্য নেই
হাদীস-৭৮: হযরত মুআবিয়া ইবনে হাকাম (রাঃ) বলেনঃ আমার একটি দাসী ছিল। সে  উহুদ ও জাওয়ানিয়া পাহাড়ের মাঝে আমার বকরী চরাত। একদিন একটি বাঘ এসে বকরী নিয়ে যায়। শুনতে পেয়ে আমি খুব দুঃখ পেলাম এবং রাগ করে দাসীর গায়ে সজোরে একটি চপোটাঘাত দিয়ে বসি। অতঃপর রাসূলুল্লাহ (সাঃ)—এর খেদমতে উপস্থিত হয়ে ঘটনা টি  খুলে বলি। আমার এই আচরণ হুজুর (সাঃ) খুবই অপছন্দ করলেন। একটি শিক্ষণীয় ঘটনা.... » Amar Bangla Post 

কোন মন্তব্য নেই :