ঠিক মতো কাজ করছে না ‘নারীদের ভায়াগ্রা’
ঠিক মতো কাজ করছে না নারীদের জন্য উদ্ভাবিত ভায়াগ্রা। এক বছর আগে ফ্লিবানসেরিন নামের ওই ভায়াগ্রা উদ্ভাবন করা হয় নারীদের জন্য। বাজারে এর নাম দেযা হয় ‘আদি’। যেসব নারীর মধ্যে যৌন কামনা কম তাদের জন্য এটি ব্যবহার করা হয়। কিন্তু এক বছরের মাথায় এসে বলা হচ্ছে, তা ঠিকমতো কাজ করছে না। এ ওষুধটি সেবন করে ফল পাওয়া যাচ্ছে খুবই কম। জেএএমএ ইন্টারনাল মেডিসেনে প্রকাশিত নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) ফ্লিবানসেরিন অনুমোদন দেয়। প্রথম দিকে যেসব নারীর হাইপো একটিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার অথবা (এইচএসডিডি) রয়েছে তাদের ক্ষেত্রে এটি বেশ ভাল ফল দেয়। গ্রিন সিগন্যাল পেয়ে এ ওষুধ বাজারজাত করা হয়। কিন্তু নেদারল্যান্ডের গবেষকরা এটি ব্যবহার নিরাপদ কিনা এবং কতটুকু কার্যকর সে বিষয়ে পর্যালোচনা করেন। তারা মোট ৬০০০ নারীর ওপর গবেষণা চালান। দেখতে পান কার্যকারিতার মাত্রা খুবই কম। তবে এ বিষয়ে তারা আর বিস্তারিত কিছু জানান নি। গবেষণা মতে, এই ওষুধটি বেশির ভাগ নারীর যৌন জীবনকে সমৃদ্ধ করতে পারে নি। উপরন্তু এটি সেবন করলে নিদ্রাভাব আসে। মাথা ঝিমঝিম করে। অবসাদ ভাব দেখা দেয়। বমি বমি লাগে। ফ্লিবানসেরিন ওষুধটি আদি নামে তৈরি করে বাজারে ছেড়েছে ভ্যালেন্ট ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানির প্রধান মেডিকেল কর্মকর্তা তাগে রামাকৃষ্ণন, এমডি বলেছেন, পরীক্ষায় এ ওষুধ ব্যবহারকারীদের মধ্যে সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। তবে এইজএসডিডি সমস্যায় যেসব নারী ভুগছেন তাদের উচিত হবে এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন