রেস্টুরেন্টের খাবার খেয়ে দুই ভাইবোনের মৃত্যু!

কোন মন্তব্য নেই
রাজধানীর রামপুরা এলাকায় রেস্টুরেন্টের খাবার খেয়ে দুই ভাইবোনের অপমৃত্যু হয়েছে। নিহতরা হলোÑ সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান অরণী (১৪) ও হলিক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী আলভী আমান (৬)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রামপুরার বনশ্রীর ৪ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে বাবা ও মায়ের সঙ্গে থাকতো তারা। রোববার রাতে অরণী ও আলভীর বাবা আমান উল্লাহ এবং মা মাহফুজা মালেক জেসমিনসহ চারজন  রোববার রাতে একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করে। সেখানে কিছু খাবার অবশিষ্ট হলে তা প্যাকেটে করে বাসায় নিয়ে আসে। অবশিষ্ট সেই খাবার দুই ভাইবোন গতকাল দুপুরে খায়। এ খাবার খাওয়ার পরে তারা ঘুমিয়ে পড়ে। এরপর তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সেন্টু চন্দ্র দাস ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।

 এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?

কোন মন্তব্য নেই :