জার্মান যুবতিকে ধর্ষণের অভিযোগ দিল্লীর ট্যাক্সি ড্রাইভারের বিরোদ্ধে
এবার ভারতীয় এক ট্যাক্সি ড্রাইভারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন জার্মানির ১৯ বছর বয়সী এক যুবতী। এ বিষয়ে তিনি পুলিশে অভিযোগ দিয়েছেন। পুলিশ তা মামলা হিসেবে নিয়েছে। শনিবার পুলিশ বলেছে, ওই যুবতীর অভিযোগ গত ১৪ই ডিসেম্বর নয়া দিল্লিতে তার হোটেল থেকে বেরিয়ে পড়েন তিনি। তারপর শহরের বাণিজ্যিক এলাকায় ব্যস্ত সড়কে পথ হারিয়ে ফেলেন। এ সময় তাকে ধর্ষণ করে এক ট্যাক্সি চালক। দিল্লি পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমরা ধর্ষণের অভিযোগকে মামলা হিসেবে নিবন্ধিত করেছি। দিল্লি কমিশন ফর ওমেন ওই যুবতীর অভিযোগ নিয়ে আমাদের কাছে আসার পর আমরা তদন্ত শুরু করেছি। তবে এখনও পুরো ঘটনা পরিষ্কারভাবে জানা যায় নি। তবে আমরা ওই যুবতীকে সার্বিক সহযোগিতা দেয়ার চেষ্টা করছি। অভিযোগকারী বলেছেন, ঘটনার পর পরই তিনি কর্তৃপক্ষকে জানাতে পারেন নি আতঙ্ক, ভয়ে। কয়েক দিন পরে তিনি ইমেইলে ঘটনাটি জানান দিল্লি কমিশন ফর ওমেন’কে। দিল্লি কমিশন ফর ওমেন-এর চেয়ারম্যান স্বাতী মালিওয়াল বলেন, গত ৫ই ফেব্রুয়ারি আমরা ওই যুবতীর ইমেইল পাই। যেহেতু তিনি দিল্লি ছিলেন না তাই আমরা যথাসময়ে এ বিষয়ে পুলিশের কাছে যেতে পারি নি। ঘটনার দিন রাতে হোটেল থেকে বের হন ওই যুবতী। তিনি পথ হারিয়ে ফেলেন। এতে অন্ধকারে তাকে একা পেয়ে এক অটো রিক্সা চালক ধর্ষণ করে। ফেলে রাখে রাস্তার পাশে। শেষ পর্যন্ত তাকে সহায়তায় এগিয়ে যান এক পুরুষ। তিনি তখন কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তবে ওই উদ্ধারকারী পুরুষের কাছে তিনি কোন কথা বলেন নি। তাকে হোটেলে পৌঁছে দিয়ে যান ওই পুরুষ ব্যক্তি। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।
এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?
এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন