অশ্লীলতার দায়ে পরীমনি অভিনীত ‘নগর মাস্তান’ বাতিল করল সেন্সর বোর্ড
বিনোদন ডেস্ক
সম্প্রতি চিত্রনায়িকা পরীমনি অভিনীত 'নগর মাস্তান' অশ্লীলতার দায়ে বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর
বোর্ড। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব। গত ৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে এটি জমা পড়ে। কিন্তু বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর প্রদর্শন অযোগ্য ঘোষণা করে। ছবিতে আরো অভিনয় করেছেন জায়েদ খান, শাহরিয়াজ, তিতান, সাজিয়া ইসলাম প্রমুখ। পরিচালক রকিবুল আলম বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর ছবির প্রযোজক আপিল করলে দৃশ্য কর্তন ও পুনরায় দৃশ্যধারণ করার শর্তে তা মঞ্জুর করা হয়। আশা করছি, ছবিটি সংশোধন করে জমা দিলে মুক্তি পাবে।’ জানা যায়, শর্ত মতো কাজ শেষে দুই সপ্তাহ আগে ছবিটি আবারো জমা দেয়া হয়েছিল। কিন্তু একই অভিযোগে এটি আবারো বাতিল করা হয়েছে। এবার দেখার পালা শেষ পর্যন্ত কি হয় তার ‘নগর মাস্তান’ ছবির।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।
এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?
সম্প্রতি চিত্রনায়িকা পরীমনি অভিনীত 'নগর মাস্তান' অশ্লীলতার দায়ে বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর
বোর্ড। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব। গত ৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডে এটি জমা পড়ে। কিন্তু বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর প্রদর্শন অযোগ্য ঘোষণা করে। ছবিতে আরো অভিনয় করেছেন জায়েদ খান, শাহরিয়াজ, তিতান, সাজিয়া ইসলাম প্রমুখ। পরিচালক রকিবুল আলম বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর ছবির প্রযোজক আপিল করলে দৃশ্য কর্তন ও পুনরায় দৃশ্যধারণ করার শর্তে তা মঞ্জুর করা হয়। আশা করছি, ছবিটি সংশোধন করে জমা দিলে মুক্তি পাবে।’ জানা যায়, শর্ত মতো কাজ শেষে দুই সপ্তাহ আগে ছবিটি আবারো জমা দেয়া হয়েছিল। কিন্তু একই অভিযোগে এটি আবারো বাতিল করা হয়েছে। এবার দেখার পালা শেষ পর্যন্ত কি হয় তার ‘নগর মাস্তান’ ছবির।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।
এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন