চিরতরে বন্ধের পালা উইনডোজ এক্সপির জানালা
ডেস্ক: বিশ্বজুড়ে ১১ বছর দাপিয়ে বেড়ানোর পর আজ থেকে নির্বাসনে যাচ্ছে উইনডোজ এক্সপি। পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে আর দেখা যাবে না তাকে। এবার তার জানালা চিরতরে বন্ধের পালা।
১১ এপ্রিল মঙ্গলবার থেকে মাইক্রোসফটের জনপ্রিয়তম অপরেটিং সিস্টেম উইনডোজ XP-এর উপর পর্দা নেমে যাচ্ছে। সফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট আজ থেকে তাদের সবচেয়ে বেশি দিন ধরে চলা অপরেটিং সিস্টেমকে সমস্ত রকম টেকনিক্যাল সাপোর্ট দেয়া বন্ধ করে দিচ্ছে।
মাইক্রোসফটের হেড কোয়ার্টার রেডমন্ড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানেয়েছে প্রতিষ্ঠানটি।
উইনডোজ এক্সপি গ্রাহকরা আর কোনো সিকিউরিটি আপডেটস, হটফিক্সেস, বিনামুল্যে বা মূল্যের বিনিময়ে সাপোর্ট অপশন বা ওনলাইন টেকনিক্যাল কন্টেন্ট আপডেটস পাবেন না।
২০০১ সালের অক্টোবর মাস থেকে পথ চলা শুরু করেছিল উইনডোজ এক্সপি। মাইক্রোসফটের সাম্প্রতিকতম অপরেটিং সিস্টেম উইনডোজ এইট আসার আগে এক্সপি-এর তিনটি ভার্সান সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গ্রাহকরা এক্সপি-এর নবতম রূপ উইনডোজ এক্সপি সার্ভিস প্যাক থ্রি এতদিন পর্যন্ত ব্যবহার করতে পারতেন।
৮ এপিল থেকে এক্সপি-এর জন্য মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালস-এর সমস্ত রকম অটোম্যাটিক আপডেট দেয়াও বন্ধ করছে বিল গেটসের কোম্পানি।
এই সাপোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরও যারা এক্সপি ব্যবহার করবেন তারা সহজেই সাইবার ক্রাইমের শিকার হতে পারেন।
আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ।
এই ব্লগে পড়তে কি সমস্যা হয়?আপনার কি টাকা বেশি খরচ হয়ে যায়?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন