হস্ত মিথুনের ভয়াবহতা।

কোন মন্তব্য নেই
যারা হস্ত মিথুন করে তারা যৌন দূর্বলতায় ভোগে।



ব্লগার_সৈয়দ রুবেল।
অনেক ছেলেরা খুব কম বয়সে হস্ত মিথুন শুরু করে।
  খুব কম বয়সে হস্ত মিথুন যেসব ছেলেরা  শুরু তারা
সব চেয়ে বেশি যৌন দূর্বলতায় ভোগে।
তার সাথে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং
অনেকের মাথা ব্যাথা ও করে হস্ত মিথুন করার কারনে ।
তার সাথে আরেক টি বড় সমস্যা হল লিঙ্গের ব্যাথা ও আগা মোটা গোঁড়া
চিকন ।
এই সমস্যায় তারাই পরে যারা কম বয়সে হস্ত মিথুন করে ।
আবার অনেকে এমন ভাবে আসক্ত যে না করে থাকতে পারে না ।
আর তারা সবাই সেক্স ভিডিও দেখে।
এই সেক্স ভিডিও দেখা ফলে যখন নিজেকে  ঠিক রাখতে পারে না
তখন ছেলেরা হস্তমিথুন করে।
অনেকে আবার প্রেমিকার সাথে যৌন আলাপ করতে গিয়ে হস্ত মিথুন করে।
এই হস্ত মিথুন যারা অতিরিক্ত বেশি করে তাদের সেক্স পাওয়ার শূনতে চলে আসে।
এমন কি তারা এক মিনিট ও সেক্স করতে পারেনা ।

                          পরামর্শ

আপনার যারা হস্ত মিথুন করার ফলে যৌন দূর্বলতায় ভোগতেছেন?
তাদের প্রতি অনুরোধ রইলো আপনারা সেক্স ভিডিও দেখা ছেড়ে দিন।
এবং সেক্স উত্তেজনা হলেও আপনি হস্ত মিথুন করা থেকে বিরত থাকুন।
অসম্ভভ বলে কিছু নাই ।
মন থেকে চাইলে সবি সম্ভব।
তার সাথে বেশি করে পুষ্টিকর খাবার খাবেন।
এর সাথে বেশি করে ডিম খাবেন।
কাচা খেলে বেশি ভালো।
ফলাফল পাবেন।
আপনার সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন,
সুন্দর থাকুন এই কামনায়।
আল্লাহ হাফেজ।
দেখা হবে আগামী পোস্টে।
ব্লগার_সৈয়দ রুবেল।

এই পোস্ট টি আপনার ফেসবুক হোম পেইজে শেয়ার করুন।
আপনার বন্ধুদের কে জানতে দিন অজানা বিষয় গুলি।
শেয়ার করতে মোবাইল দিয়ে ব্যবহার কারীরা ভাগ করুণ
ঊপরে ক্লীক করুণ।

 প্রকাশক ও সম্পাদক ব্লগার_সৈয়দ রুবেল লেখকজানার আছে অনেক কিছু

কোন মন্তব্য নেই :