স্তন সম্পর্কিত কিছু অজানা তথ্য ♥
স্তন নারীদেহের একটি বিশেষ অংশ।
স্তন নিয়ে নর-
নারী উভয়েরই ব্যাপক আগ্রহ থাকলেও
এর অনেক
তথ্যই আমাদের অজনা। আজ
আমরা স্তন
সম্পর্কিত সেই রকম 8 টি অজনা তথ্য
জানবো।
১. প্রতিটি সাধারণ আকৃতির স্তনের
ওজন
প্রায় ৪৯৮ গ্রাম, এবং দেহের মোট
চর্বির ৪-৫
শতাংশ চর্বি দিয়ে স্তন গঠিত।
২. পুরুষাঙ্গের মতই স্পর্শ
পেলে স্তনের (স্তনবৃন্ত
সহ) আকার বেড়ে যায়।
৩.যৌনতায় উত্তেজিত স্তনবৃন্তের
দৈর্ঘ্য ০.৯৬
সেমি।
৪. আমাদের দেশের নারীদের স্তনের
গড়
আকৃতি ৩৪বি।
৫. বড় স্তনের নারীরা তাদের স্তন
নিয়ে প্রায়
সময়ই বিব্রত হন। যাদের স্তন বেশ
বড়
তারা স্তনের ওজনের জন্য সামনের
দিকে একটু
ঝুঁকে পড়েন। ব্রেস্ট
ইমপ্লান্টপদ্ধতি তে স্তনের আকার
দৃষ্টিনন্দন
করা যায়।
৬. মধ্য বয়সের বড়
স্তনকে আকর্ষণীয় নয়
বরং ছোট স্তন অনকে বছর পরও ছোট
রাখাই
আকর্ষণীয় ধরা হয়।
৭. স্তনের দুধের স্বাধ মিষ্টি, অনেক
ভিটামিন-ই,
আয়রণ এবং ফ্যাটি এসিড সমৃদ্ধ।
৮. স্তনের গড়ন সুন্দর রাখতে সঠিক
মাপের
ব্রা পরতে হয়। তা না হলে অল্প বয়সেই
স্তনের
গড়ন নষ্ট হয়ে যায়।
শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান । তাদের কে জানতে দিন অজানা বিষয় গুলি। এই পোস্টি আপনার ফেসবুক পেইজে,আপনার ওয়ালে শেয়ার করুণ। প্রকাশক ও সম্পাদক ব্লগার_সৈয়দ রুবেল লেখকজানার আছে অনেক কিছু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন